Category: দেশজুড়ে

  • আন্দোলন সংগ্রাম করতে হিম্মত লাগে -শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

    আন্দোলন সংগ্রাম করতে হিম্মত লাগে -শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

    নাজিমউদ্দীন রানা।

    কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আন্দোলন সংগ্রাম করতে হিম্মত লাগে, জনগণ লাগে ও মানুষের ভালোবাসা লাগে। ইনশাআল্লাহ বিএনপির নেতাকর্মীদের মাঝে সেই হিম্মত ও জনগণের ভালোবাসা আছে। আওয়ামী লীগের সঙ্গে এদেশের জনগণ নাই। তারা এখন কাপুরুষের মতো চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেন এ্যানি।

    এ্যানি আরও বলেন, তারেক জিয়ার নির্দেশনা পেলে আমরা যেকোনো সময় দলীয় পতাকা মিছিল করবো। প্রতিটি ইউনিয়নে পতাকা মিছিলের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করতে হবে।

    বুধবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজিত এ্যানির বাসভবন প্রাঙ্গণে ‘জ্বালানি তেল,পরিবহন ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যে চরম ঊর্ধ্বগতির প্রতিবাদ সমাবেশে এ্যানি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

    সদর থানা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বেগম জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক এড. হাছিবুর রহমান ও বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু ও অধ্যাপক নিজাম উদ্দিন।

  • পানছড়ি উপজেলা বিএনপি ‘র কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত

    পানছড়ি উপজেলা বিএনপি ‘র কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপির কাউন্সিল ২০২২ সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার (২৩ আগষ্ট) বেলা ৩টার সময় উপজেলা বিএনপি দলীয় কার্যালয় সম্মুখে কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্হান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।এই সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,জেলা বিএনপি নেতা – ক্ষেত্র মোহন রোয়াজা,এড. আঃ মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, আব্দুর রব রাজা,এড. বেদারুল ইসলাম, মোহাম্মদ হোসেন বাবু।এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন,স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী।

    প্রধান অতিথির বক্তব্যে শেষে, উপজেলা বিএনপির নতুন কমিটির সভাপতি মো বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম কে করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি কমিটি ঘোষণা করেন।

  • জনগণের সমস্যা সমাধানে এক হয়ে কাজ করবে পুলিশ -এসপি নূরে আলম

    জনগণের সমস্যা সমাধানে এক হয়ে কাজ করবে পুলিশ -এসপি নূরে আলম

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেছেন, জেলার সাড়ে ১২ লাখ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছে পুলিশ। জনগণের সমস্যা সমাধানে এক হয়ে কাজ করবে পুলিশ। আমি জয়পুরহাটের সাধারন মানুষের জানমালের নিরাপত্তার বিধান ও আইনের শাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে জয়পুরহাটে এসেছি।
    মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কে জয়পুরহাট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।
    সকলের কাছে জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, কিডনি চক্র, মাদক, ইভটিজিং, ধর্ষণ, চুরি রোধে তিনি সাংবাদিকদের সহযোগিতা চাইলেন। সাংবাদিকরাও পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
    মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন সদ্যপদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান, ডিআই-১ কাউসার রহমান, ওসি (ডিবি) শাহেদ আল মামুন প্রমুখ।
    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসকাবের সভাপতি ও সম্মাদক জয়পুরহাটের খবর এস এম সোলাইমান, সাংবাদিক শেখর মজুমদার, রেজাউল করিম রেজা,গোলাম হোসেন, জাহাঙ্গীর আলম খাঁ, পিন্টু, মশিউর রহমান খাঁ, মিলন রায়হান, মাহফুজ, সুলতান মাহমুদ, রনি আকন্দ, আঃ রাজ্জাক, এস এম মিলন, প্রেসকাবের প্রিন্টস্ ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • ক্ষেতলালে টয়লেটে গাঁজা চাষ, গাঁজা গাছ উদ্ধার চাষী পলাতক বড়ভাই আটক

    ক্ষেতলালে টয়লেটে গাঁজা চাষ, গাঁজা গাছ উদ্ধার চাষী পলাতক বড়ভাই আটক

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলালে পরিত্যাক্ত
    টয়লেটে গাঁজা চাষ, পুলিশের অভিযানে গাঁজা গাছ উদ্ধার। চাষীকে
    না পেয়ে তার বড়ভাইকে আটক করেছে থানা পুলিশ।
    থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে
    ক্ষেতলাল থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার
    কুসুম শহর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ওই
    গ্রামের সুমন(২৭) এর বাড়ীর পরিত্যাক্ত টয়লেট থেকে ৮০০ গ্রাম ওজনের
    ৫ফুট ৬ ইঞ্চি লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে
    গাঁজাচাষী সুুমনকে না পেয়ে তার বড়ভাই মাসুদ রানা(৩১)কে আটক
    করে পুলিশ। আটককৃত মাসুদ রানা ও পলাতক সুমন উপজেলার কুসুম
    শহর গ্রামের ইসমাইল মন্ডলে ছেলে।
    নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একাধিক ব্যক্তি বলেন, সকলের
    অগোচরে গাঁজার গাছ লাগিয়েছে ছোটভাই সুমন পুলিশ দেখে সে
    পালিয়েছে। রড়ভাই মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।
    এবিষয়ে থানা অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী বলেন, মঙ্গলবার
    গ্রেফতারকৃত গাঁজা চাষীকে মাদক মামলায় কারাগারে পাঠানো
    হয়েছে।

  • ইপিজেড থানা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

    ইপিজেড থানা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক জঘন্যতম কলঙ্কিত অধ্যায়। ৪৭ বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।

    গত শনিবার যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইপিজেড থানা চট্রগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সিইপিজেড বে-শপিং সেন্টারের সামনে, জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনাসভা ও দোয়া মাহফিল।

    ইপিজেড থানা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ জাহেদ হোসেনের সভাপতিত্বে ও,শেখ ফরিদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ,সভাপতি মোঃবখতিয়ার উদিন
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এরপর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
    আলোচনাসভায় উপস্থিত থেকে প্রদান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃআকাতার উদীন আহমেদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,হাজী হারুনুর রশিদ বীর মুক্তিযোদ্ধা আহ্বায়ক ইপিজেড থানা আওয়ামী লীগ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজী মোহাম্মদ জিউয়াল হক সুমন, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর, (চসিক) ও বোর্ড সদস্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ,বাবু প্রবীর দাশ,মোহাম্মদ নুর কবির ইপিজেড থানার যুগ্ন আহবায়ক
    ,
    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য লিটন মাহামুদ, তুহিন মোহাম্মদ কায়েস, মোঃ সোহাগ গাজী, মোঃমিজানুর রহমান,মোঃ রুমন মোঃ লুৎফুর রহমান সহ আরও অনেক সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের সকল শহীদ এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

  • “পিরোজপুরের নেছারাবাদে অপরাজিতাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    “পিরোজপুরের নেছারাবাদে অপরাজিতাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    স্বরূপকাঠি প্রতিনিধি।।

    সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের তত্ত্ববধানে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌরসভা অডিটোরিয়ামে “আর্থিক প্রতিষ্ঠানাদি এবং তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ”অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে থাকেন নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নার্গিস জাহান। । প্রশিক্ষণের শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল ক্লাস্টার ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর ঝুমু কর্মকার। প্রশিক্ষণে সহায়ক হিসেবে থাকেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস ও আইসিটি কর্মকর্তা জনাব মিরাজ মাহমুদ। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন নেছারাবাদ উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর ফকির মিঠু। প্রশিক্ষণে নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়নের ১৭জন অপরাজিতা অংশগ্রহণ করেন।

  • সুজানগরে দু’পক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত,আহত-১০

    সুজানগরে দু’পক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত,আহত-১০

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে টেটা বৃদ্ধ হয়ে মো. জাহাঙ্গীর আলম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আরও অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের সুজানগর ও পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মো.মতি খন্দকার নামে আহত অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী স্থানান্তর করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম খন্দকার স্থানীয় ভবানীপুর গ্রামের মৃত হাসান খন্দকারের ছেলে। তিনি ২০২১ সালে পাবনা সদর থানা থেকে পুলিশ সদস্য হিসেবে কর্মজীবন শেষ করে অবসরগ্রহণ করেন। স্থানীয়রা জানান, মো.জাহাঙ্গীর আলম খন্দকার ও একই গ্রামের আশরাফ আলীর পরিবারের মধ্যে র্দীঘদিন ধরেই বিরোধ চলছিল। সোমবার এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধলে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় টেটা বিদ্ধ জাহাঙ্গীর আলমকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, বিগত ২০১৭ সালে তাদের মধ্যে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত একটি মামলা হয়েছিল। সেই শত্রুতার জের ধরেই এদিন দুপুরে স্থানীয় একটি চায়ের দোকানে তাদের মধ্যে কথাকাটাকাটি এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আকরাম হোসেন, খলিলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন, আকবর আলীর ছেলে আশরাফ আলী, মো.আরশেদ আলীর ছেলে নাজমুল হোসেন ও সাঁথিয়া থানার ভৈরবপুর গ্রামের মোকারম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। এদিকে সংঘর্ষের এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাইকগাছায় প্রতিপক্ষের হামলা-মারপিটে আহতদের শয্যাপাশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু

    পাইকগাছায় প্রতিপক্ষের হামলা-মারপিটে আহতদের শয্যাপাশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু

    ইমদাদুল হক,পাইকগাছা খুলনা।।
    খুলনার পাইকগাছা উপজেলাধী লস্কর ইউপি’র ঠাকুরনবাড়ীতে গত রবিবার (২১আগস্ট) সকাল ৯টায় জমি দখলে বাঁধা প্রদানে প্রতিপক্ষের হামলা-মারপিটে মহিলা সহ ১২জন মারাত্মক আহত হয়ে পাইকগাছা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাদেরকে দেখতে সোমবার(২২আগস্ট’২২) সকালে পাইকগাছা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তাদের সাথে কথা বলেন ও তাদের কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক আইনী ব্যবস্হা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের সাথে কথা বলেন ও তাদের শারিরিক অবস্হা ও চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং তাদের আশু সুস্হতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা নিতীশ চন্দ্র গোলদার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সদস্য ছায়েদ আলী মোড়ল,মোঃআকরামুল ইসলাম, গৌতম রায়,মোঃআনিছুর রহমান গাজী সহ শাহাবুদ্দীন শাহিন,বি.এম আরোফিন আলী,তাপস কুমার,শেখ জামাল হোসেন,শেখ রাজু আহম্মেদ এবং ছাত্রলীগের রায়হান পারভেজ রনি,মাহবুবুর রহমান নয়ন,এমরানুল কবির নাসিম, মওদুদ আহম্মেদ প্রমুখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • নড়াইলে বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মানের সমগ্রী, ঝুকিতে স্কুল শিক্ষার্থীরা

    নড়াইলে বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মানের সমগ্রী, ঝুকিতে স্কুল শিক্ষার্থীরা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

    নড়াইলে বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মানের
    সমগ্রী, ঝুকিতে স্কুল শিক্ষার্থীরা। নড়াইলের কালিয়ায় উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সড়ক নির্মানের সমগ্রী রেখে স্কুলের পরিবেশ নষ্টের অভিযোগ উঠেছে পিজুস এন্টার প্রাইজের ঠিকাদার স্বপন দাশের বিরুদ্ধে।
    নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান,
    রবিবার (২১ আগস্ট) সরোজমিনে গেলে দেখা যায় সরকারি সড়কসহ স্কুলের মাঠে সুড়কী, পাথরকুচি ও বালুসহ নানা উপকরণ রেখেছেন। রাস্তা দখল করে এসব সামগ্রী রাখায় হয়ে পড়েছে সংকির্ণ। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এমনকি স্কুলের ক্লাসরুম ঘেষে পিচ ও বিটুমিন জালানোর চুলাও তৈরী করা হয়েছে। যা শিক্ষার্থীদের জন্য চরম ক্ষতিকর।
    ওই স্কুলের প্রধান শিক্ষক খোকন চন্দ্র দাশ জানান, প্রায় ১৫ দিন আগে স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাতে এসব নির্মাণ সামগ্রী স্কুল চত্বরে রাখা হয়েছে। বিষয়টি সাথে সাথে এটিও এবং টিও কে জানিয়েছেন তিনি। কিন্তু আজ স্কুলে এসে দেখেন ক্লাস রুমের পিছনে পিচ জালানোর জন্য চুলাও তারা খুড়েছে তারা।
    আমরা স্থানীয় লোকজনসহ কমিটির মাধমে ইউএনও স্যারের অনুমতি ছাড়া স্কুল চত্বরে আগুন না জালানোর অনুরোধ করেছি ঠিকাদারকে । কিন্তু কোন কথা না শুনে কতৃপক্ষের দোহাই দিয়ে ২১ আগষ্ট সকাল থেকে নির্মান সামগ্রী প্রস্তুতে আগুন জ্বালিয়ে পরিবেশ নষ্ট করেছে। রাসায়নিক পদার্থের ধোঁয়ায় অনেক শিক্ষার্থীরা অসুস্থবোধ করায় বাড়ী চলে গেছে বলে প্রধান শিক্ষক মুঠোফোনে জানান।
    বীর মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন জানান, এখানে আগুন জ্বালালে কোমলমতি শিশুরা অনেক ক্ষতিগ্রস্থ হবে। এটা সংশ্লিষ্ট কতৃপক্ষের মাথায় রাখতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সালামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য শামিম বলেন, স্কুল সীমানায় পিচ জ্বালালে কোমলমতি শিশুদের শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রন্ত হওয়ার ঝুকি রয়েছে। তাই শিশুদের নিরাপত্তার স্বার্থে স্কুলের জায়গা থেকে নির্মান সামগ্রী সরিয়ে নেয়া হোক।
    ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান মিটু বলেন, স্কুলের দক্ষিনে একটা ফাঁকা জায়গা রয়েছে, পূর্বে যারা কাজ করেছে তারা নির্মাণ সামগ্রী ওখানেই রেখেছে। স্কুলের ভিতর আগুন জ্বালালে ক্যামিকেলের ধোঁয়ায় বাচ্চাদের ক্লাসে বসা দুরূহ হয়ে পড়বে। এছাড়া মালামাল বহনের বিভিন্ন প্রকার ভারী যানবহন স্কুল চত্বরে আসা যাওয়া করলে যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
    ঠিকাদার স্বপন দাশ বলেন, ওই স্কুলের সহ-সভাপতিকে বলে তিনি নির্মান সামগ্রী স্কুল চত্বরে রেখেছেন। কতৃপক্ষের অনুমতি পেলে তিনি সড়ক নির্মান সামগ্রী তৈরির কাজ করবেন।
    কালিয়া উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ এ বিষয়ে এলজিডি কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেন।
    এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, এখনই কাজ বন্ধ করার ব্যবস্থা নিচ্ছেন।

  • ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    রওশন আরা শিলা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৪ সালের ২১শে আগষ্টে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নওগাঁয় র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল চার টার সময় শহরের সরিষা হাঁটির মোড় জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের এক রালি বের হয়ে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুর রহমান, সঞ্চালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিভাশ মজুমদার (গোপাল)।
    বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক লিপি সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম তোতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ নাসিম, জেলা যুবলীগের সভাপতি এ্যাড.খোদাদাত খাঁন পিটু, যুব মহিলা লীগের সভাপতি নাতিশা আলম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক, মো. আমানুজ্জামান শিউল।

    এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহিন মনোয়ারা হক, আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন,জেলা ছাত্র লীগের সভাপতি মো. সাব্বির রহমান রেজভী সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ২১ আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদানের দাবী জানান।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।