Category: দেশজুড়ে

  • তারাকান্দায় অবৈধ ক্লিনিক বন্ধে ইউএনও-এসিল্যান্ডের অভিযান

    তারাকান্দায় অবৈধ ক্লিনিক বন্ধে ইউএনও-এসিল্যান্ডের অভিযান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক
    দীর্ঘ প্রায় তিন মাস পর অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে আবারও অভিযানে নেমেছে তারাকান্দা উপজেলা প্রশাসন। ৯৬ ঘণ্টার এই অভিযানের অংশ হিসাবে ৩১ আগস্ট বুধবার অবৈধ ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ও সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকী। অভিযানে অভিযানে রোগ নিরাময় ডায়াগনস্টিক সেন্টার , তারাকান্দা চক্ষু হাসপাতাল, সুস্বাস্থ্য ডায়াগনোস্টিক সেন্টার, বন্ধন ডায়াগনস্টিক সেন্টার ও নিউ পপুলার ডায়াগনোস্টনিক সেন্টার কে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালা করেছে ভ্রাম্যমান অভিযানে দায়িত্ব পালনকারী ম্যাজিষ্ট্রেটগণ। এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফরাজী মোহাম্মদ মাহবুবুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. দিবাকর ভাট সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তারাকান্দা থানার এস.আই হাদিস উদ্দিন ও সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযানে সহায়তা করেন। অভিযানে ৫টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি।

    ইউএনও মিজাবে রহমত বলেন, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় কঠোর অবস্থানে আছেন। এই বিষয়ে নির্দেশনা এসেছে গত তিন মাস আগে যেভাবে অভিযান পরিচালনা হয়েছিলো এখন একইভাবে হবে। আগে আমরা ৭২ ঘণ্টার সময় দিয়ে অভিযান চালিয়েছিলাম। এবার এই অভিযান হবে ৯৬ ঘণ্টার। অর্থাৎ সোমবার থেকে এই সপ্তাহের পুরোটাই চলবে। এরপর অভিযানের সামারি নিয়ে শনিবার বা রবিবার বসবে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিদ্বান্ত মেতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

  • তারাকান্দায় সারের মুল্য নিয়ন্ত্রণ ও সংকট নিরসনে এসিল্যান্ডের বাজার মনিটরিং

    তারাকান্দায় সারের মুল্য নিয়ন্ত্রণ ও সংকট নিরসনে এসিল্যান্ডের বাজার মনিটরিং

    ষ্টাফ রিপোর্টারঃ
    কেউ যাতে সারের কৃত্রিম সংকট তৈরি করতে ও দাম বেশি নিতে না পারে সে বিষয়ে তদারকি জোরদার করতে সরকারের নির্দেশনা মোতাবেক মাঠে নেমেছেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাত শহিদ পিংকি।

    ৩১ শে আগষ্ট বিকালে তিনি উপজেলার তারাকান্দা বাজার সহ বিভিন্ন ইউনিয়নে নিয়োজিত ডিলারদের দোকান মনিটরিং করেন। এসময় তিনি সংশ্লিষ্ট ডিলার ও সার ব্যবসায়ীদের বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কোথাও সারের সংকট হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং কেহ যদি সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়ানোর চেষ্টা করে বা কেউ কেউ গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংকট তৈরি করলে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসময়
    রশিদ ছাড়া যেন সার বিক্রি না হয় তা নিশ্চিত করা, ডিলার ও খুচরা বিক্রেতার দোকানে লালসালুতে বা ডিজিটালি সারের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা প্রদান সহ ডিলারে গুদাম ভিজিট করে সারের অ্যারাইভাল নিশ্চিত করেন।

    সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহিদ পিংকি বলেন, ডিলাররা যেন বরাদ্দ করা সার যথাসময়ে উত্তোলন করে তা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত মনিটরিং জোরদার করা, কোনো কোনো ডিলার বরাদ্দ দেওয়া সার যথাসময়ে উত্তোলন না করার কারণে সার বিক্রির সময় রেশনিং করে থাকেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এর ফলে মাঠ পর্যায়ে কৃষকের মধ্যে এক ধরনের কৃত্রিম আশঙ্কা সৃষ্টি হয়। কোনো ডিলার যেন নিয়মবহির্ভূতভাবে সার বিক্রিতে রেশনিং না করতে পারেন, সেজন্য ডিলারদের সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। বেশি মূল্যে সার বিক্রির কোনো তথ্য বা সংবাদ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই তা রিপোর্ট করতে হবে এবং সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও জানান এসিল্যান্ড জিন্নাত শহিদ পিংকি।

  • আসুন সবাই মিলেমিশে মানুষের জন্য রাজনীতি করি- গৌরীপুরে আ’লীগ নেতা সোমনাথ শাহা

    আসুন সবাই মিলেমিশে মানুষের জন্য রাজনীতি করি- গৌরীপুরে আ’লীগ নেতা সোমনাথ শাহা

    আরিফ রববানী,ময়মনসিংহ।।

    তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করতে মাঠে নেমেছেন ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য,গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, ক্লিন ইমেজধারী সাবেক ছাত্রলীগ নেতা, ইতিবাচক রাজনীতির ধারক, তরুণ আওয়ামী লীগ নেতা, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী তৃনমুলের নেতাকর্মীদের একমাত্র পছন্দের প্রার্থী সোমনাথ সাহা। তার নেতৃত্বে আগামী কিছু দিনের মধ্যে তৃণমূল আওয়ামী লীগের মাঝে পৌঁছে যাবে সুদৃঢ় ঐক্যের বার্তা। তিনি পরিকল্পনা করছেন সারা উপজেলায় সাংগঠনিক সফরের মাধ্যমে দলের বিভিন্ন শাখার দ্বন্দ্ব-কোন্দল নিরসন করে আসন্ন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করা। এ জন্য উপজেলার ইউনিয়ন গুলোতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন তিনি। লক্ষ্য হচ্ছে আসন্ন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে তোলা।সে জন্য প্রতিটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন তিনি। ধারাবাহিক মতবিনিময় এর অংশ হিসাবে তিনি ৩০শে আগষ্ট উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ ও তৃনমূল আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

    এসময় উপস্থিত ছিলেন গৌরিপুর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান সেলভি, ৮ নং ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজিমউদ্দিন, ৮নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সরকার, গৌরিপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু,২নং গৌরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জান প্ললব, ৩নং অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ৪ নং মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ কালন, ৫নং সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী রুহি আচার্য্য, ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, ৭নং রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার প্রমুখ।

    মতবিনিময়ে উপজেলা গৌরিপুর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগকে সমন্বয় করে দলকে শক্তিশালী করার জন্য একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য,গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, ক্লিন ইমেজধারী সাবেক ছাত্রলীগ নেতা, ইতিবাচক রাজনীতির ধারক তরুণ আওয়ামী লীগ নেতা গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তৃনমুলের নেতাকর্মীদের একমাত্র পছন্দের প্রার্থী সোমনাথ সাহা বলেছেন-আমরা দলকে সব কিছুর ঊর্ধ্বে নিয়ে যেতে চাই। দল আমাদের সবার। দলের মধ্যে গ্রুপিং থাকতে পারে, তবে আমি গ্রুপিং করব না। দলকে আমি গ্রুপিং করে নষ্ট করতে দিব না। শেখ হাসিনা যাকে উপজেলার নেতৃত্ব দিবে আমরা তার সাথেই কাজ করব। আমি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের তৃর্ণমুল নেতাকর্মীদের বলবো আসেন আমরা সবাই মিলে যারা নেত্রীর বিরুদ্ধে কটূক্তি করে আর দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করি।এসময় সবার সাথে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত তিনি বলেন, মানুষের জন্য রাজনীতি করলে আসেন সবাই মিলেমিশে কাজ করি এবং মিলেমিশে রাজনীতি করলে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমাদের পরিচয় হলো আমরা শেখ হাসিনার সৈনিক।
    মতবিনিময়ে উপস্থিত সকলে তার কথার সাথে সহমত পোষণ করেন এবং আগামী দিনে সম্মিলিত ভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

    মতবিনিময়ে অন্যান্যদের মাঝে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সদস্য সাজ্জাদ হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কিশোর কিশোরী ক্লাবের সমন্বয়কারী‌দের  টাকা ফেরত ম‌হিলা অ‌ধিদপ্ত‌র

    কিশোর কিশোরী ক্লাবের সমন্বয়কারী‌দের টাকা ফেরত ম‌হিলা অ‌ধিদপ্ত‌র

    আনোয়ার হোসেন।
    স্বরূপকাঠি প্রতিনিধি।।

    উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের হস্তক্ষেপে কিশোর কিশোরী ক্লাবের
    সমন্বয়কারী‌দের জাল স্বাক্ষরে তুলে নেয়া টাকা ফিরিয়ে দিলেন মহিলা অধিদপ্তরের কর্মকর্তা সেলিনা বেগম ও হিসাব রক্ষক মো.সরোয়ার হোসেন। গত ১৩ আগষ্ট স্বরূপকাঠি উপ‌জেলার ম‌হিলা অ‌ধিদপ্তরে কি‌শোর কি‌শোরী ক্লা‌বের সমন্বয় কারিদের ভাতার টাকা জাল সাক্ষর করে আত্মসাৎ করেন মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা এই শিরোনামে
    বাংলাদেশ বুলেটিন, দৈনিক আজকের সুন্দরবন,এবং একাধিক অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর তাদের টাকা ফেরত দিলেন ম‌হিলা অ‌ধিদপ্ত‌রের অ‌ভিযুক্ত ঐ দুই কর্মকর্তা।

    স্বরূপকা‌ঠি পৌরসভা এবং ১০ টি ইউ‌নিয়‌নের সংর‌ক্ষিত আস‌নের একজন ক‌রে নির্বা‌চিত ম‌হিলা জনপ্র‌তি‌নি‌ধি‌কে সমন্বয়কারী হি‌সে‌বে সাম‌য়িক নি‌য়োগ দেয়া হয়। এ‌দের‌কে প্র‌তিমা‌সে ২হাজার টাকা ক‌রে ভাতা দেয়া মহিলা অধিদপ্তর ।

    আর সেই ভাতার টাকা স‌ঠিক ভা‌বে না পাওয়া এবং তা‌দের স্বাক্ষর জাল ক‌রে টাকা উ‌ত্তোলন ক‌রে নেয়ার অ‌ভি‌যোগ ক‌রলে সন্বয়কারীদের বক্তব্য এবং জাল সাক্ষরের তথ্য প্রমান সহ বাংলাদেশ বুলেটিন পত্রিকা সংবাদ প্রকাশ ক‌রে।

    সন্বয়কারীদের ম‌ধ্যে না‌সিমা আক্তার, বিউ‌টি, মারজান, প‌লি, সান‌জিদা আক্তার, হোসনেয়ারা আরো কয়েকজন জানান, আপনাদের পত্রিকায় সংবাদ প্রকা‌শের কার‌নেই আমরা আমা‌দের পা‌রিশ্র‌মিক ফেরত পে‌য়ে‌ছি।

    তারা আরো জানান, স্বরূপকাঠি উপ‌জেলা ম‌হিলা অ‌ধিদপ্ত‌রের স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি ও উপ‌জেলা ভাইস চেয়ারম্যান না‌র্গিস জাহা‌নকে আমরা বিষয়টি জানিয়েছিলাম।আপনাদের নিউজ এবং মধ্যস্ততায় তার অ‌ফি‌সে ব‌সে টাকা ফেরত পেয়েছি ।

    তারা আরো ব‌লেন, রে‌ভি‌নিউ স্টা‌ম্পের উপর পূ‌র্বের করা জাল স্বাক্ষ‌রের নি‌চে নতুন করে স্বাক্ষর নি‌য়ে মোট ৪৩২০০ টাকা ফেরত দেয়া হয় আমাদের।

    এ বিষয়ে অ‌ধিদপ্ত‌রের হিসাবরক্ষক স‌রোয়ার হো‌সেন ব‌লেন, একটা সমস্যা হ‌য়ে‌ছি‌লো ত‌বে সেটা আমরা সমন্বয় কারিদের টাকা ফেরত দি‌য়ে সমন্বয় ক‌রে নিয়েছি। কাকে কতো টাকা দিয়েছেন জানতে চাইলে বলে সেটা মোবাইলে বলা যাবেনা সাক্ষাতে বলবো।

    এ বিষয়‌ ম‌হিলা ভাইস চেয়ারম্যান নার‌গিস জাহান বলেন, টাকা ফেরত দি‌য়ে তারা যে অপরাধ করেছে সেটা প্রমান ক‌রে দি‌য়ে‌ছেন। অপরাধ প্রমান হওয়ার পর কি ব্যবস্থা নি‌য়ে‌ছেন জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, টাকা ফেরত দেয় হ‌য়ে‌ছে ত‌বে অ‌ভিযুক্ত‌দের বিরু‌দ্ধে কি ব্যবস্থা নেয়া হবে সেটা উপ‌জেলা চেয়ারম্যানের রয়েছেন মহিলা অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা রয়েছে তারা বিষয়টি দেখবেন আশা করি।

  • সাতক্ষীরা বাইপাস সড়কে মস্তক বিহীন চা বিক্রেতার লাশ উদ্ধার

    সাতক্ষীরা বাইপাস সড়কে মস্তক বিহীন চা বিক্রেতার লাশ উদ্ধার

    মো:আজিজুল ইসলাম(ইমরান)
    সাতক্ষীরার বাইপাস সড়ক এলাকায় রাস্তার ধারে জলাশয় থেকে একটি মস্তক বিহীন গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার(৩১ আগস্ট) সকাল ৮ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
    স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকাল ৭টার দিকে বাইপাস সড়ক সংলগ্ন মাছের ঘেরের পাশে রাস্তায় তাজা রক্ত ও সেখানে একটি জুতো পড়ে থাকতে দেখা যায়। খোঁজাখুজির এক পর্যায়ে লোকজন পার্শ্ববর্তী জলাশয়ে এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান। এসময় সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে।
    খবর পেয়ে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য জায়গা থেকে ধরে এনে বাইপাস সড়কের উপর জবাই করে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে।

    সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, গলাকাটা লাশটি শহরের সুলতানপুরের চা ব্যবসায়ি ইয়াছিন আলীর। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
    পুরাতন সাতক্ষীরায় তার চায়ের দোকান আছে।

    তবে লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। বুধবার ভোরের কোন এক সময়ে তাকে জবাই করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

  • চট্টগ্রাম মমতা মাতৃসদন-২ থেকে চুরি যাওয়া নবজাতক শিশু উদ্ধার অপহরণকারী সহ(৫) আসামি গ্রেফতার

    চট্টগ্রাম মমতা মাতৃসদন-২ থেকে চুরি যাওয়া নবজাতক শিশু উদ্ধার অপহরণকারী সহ(৫) আসামি গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    মমতার নবজাতক চুরির ঘটনা প্রেসব্রিফিংয়ে জানাচ্ছেন উপ- পুলিশ কমিশনার (বন্দর জোন) শাকিলা সুলতানা
    .
    আনোয়ারা বার খাইন এলাকা থেকে ভোরের দিকে
    ইপিজেড‌ থানা পুলিশের অভিযানে মূল আসামি শিমু দাশ সহ ৫জন আটক কে করেছেন বলে নবাগত ওসি আব্দুল করিম জানিয়েছেন।

    মঙ্গলবার (৩০আগষ্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এক প্রেসব্রিফিংয়ে বন্দরটিলাস্থ মমতা মাতৃসদন থেকে নবজাতক চুরির ঘটনা প্রসঙ্গ বলেন মূল আসামি শিমু দাশ (শিমু মল্লিক) দীর্ঘদিন ধরে নিঃসন্তান হয়ে পরিবারের মাধ্যমে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন,তা পরিবারের সদস্যদের খুশি করতেই মমতার অফিসার মোঃ মোর্শেদ আলমের সহায়তা পরিকল্পনা করে একদিনের নবজাতক চুরির ঘটনা ঘটিয়েছে।
    এতে তার স্বামী রিমল মল্লিক ও মমতার ম্যানেজার মোঃ মোর্শেদ আলম, সহকারী মমতা মাতৃসদন-২ এর সুপার ভাইজার),২।মোঃ সেলিম (৩৯),মমতা মাতৃসদন-২ এর সিকিউরিটি গার্ড), ৩। মোঃ আবুল কাশেম (৩০),সহ আরো২/৩জন লোক এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ/এজাহার দায়ের করেন নবজাতক শিশুর পিতা মোঃ শহিদুল ইসলাম (২৯)। মামলার সূত্রে জানা গেছে, প্রধান আসামি শিমু দাশ, স্বামী রিমল মল্লিক এর গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকায়। এদিকে বাদী(শিশুর) পিতা শহিদুল ইসলাম এর গ্রামের বাড়ি ও আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে।
    এদিকে অপর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য দিয়ে এডিসি বন্দর বলেছেন, মমতার স্টাফদের সহায়তা প্রচুর অর্থের বিনিময়ে ঐ শিশুকে চুরি করে আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকায় নিয়ে নিজের সন্তান হিসেবে পরিচিত করে মূল আসামি শিমু দাশ তার শ্বাশুড়ি কে খবর দেয়।
    এব্যাপারে মমতার সিনিয়র সহ- পরিচালক মিসেস স্বপ্না তালুকদার বলেন, আমি খবর পেয়ে থানায় এসে মূল বিষয়টি জেনে ছি। পুলিশ জানায় তার অফিসের স্টাফদের সহায়তা এই চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন,কেউ অন্যায় করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
    বাদী শহিদুল ইসলাম বলেছেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ কঠোর শাস্তির দাবি জানান।
    ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, থানার সংগীয় ফোর্স সহ দীর্ঘ ৩৫ঘন্টা অভিযানে মূল আসামি শিমু দাশ সহ ৫ সন্দেহজনক আসামিদের আটক করে মামলা নং ২৯/২৯,২০২২ইং দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে
    তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে হয়েছে।

  • টঙ্গীবাড়ীতে যুবলীগ নেতার উপর হামলার  প্রতিবাদে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

    টঙ্গীবাড়ীতে যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

    মুন্সীগঞ্জ(টঙ্গীবাড়ী )প্রতিনিধি – মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পদ্মার শাখা নদী থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য মীর হোসেন সিকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন।

    হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার এর সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন দেয়ানের সঞ্চালনায় মঙ্গলবার বিকেল ৪ঃ৩০ মিনিটে দাতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম শেখ।
    প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী নেতা,বাবু সিকদার,কাইয়ুম শেখ,আজগর মেলকার,সালাম মেলকার,সাবেক আওয়ামী লীগ নেতা মালেক শেখ,ইব্রাহিম ঢালী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিএম ইকবাল,ছাত্রলীগের সভাপতি সাইফুল দেওয়ান,সাধারণ সম্পাদক নিশাদ মেলকার সহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য গত (২০ আগস্ট ২০২২) পদ্মা নদী থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় টঙ্গীবাড়ী উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য মীর হোসেন সিকদারের উপর হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নুরুজ্জামান দেওয়ান ও তার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাফিউর দেওয়ান গংরা হামলা চালিয়ে আহত করে।

  • তারাকান্দায় ইউএনও’র সহযোগীতা পেয়ে খুশী বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী আকাশ

    তারাকান্দায় ইউএনও’র সহযোগীতা পেয়ে খুশী বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী আকাশ

    ষ্টাফ রিপোর্টারঃ
    বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণে দারিদ্র্যকে বাঁধা হতে দেয়নি রিকশা চালকের ছেলে মেধাবী শিক্ষার্থী তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের আকাশের। স্বপ্ন পূরণে তার পাশে দাঁড়িয়েছেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    ইউএনও মিজাবে রহমত এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেধাবী শিক্ষার্থী আকাশ মিয়া। সে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাশতলা গ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান। তার বাবার নাম আব্দুল বারেক। বাবা রিকশা চালিয়ে কোন রকম সংসার চালায় । বর্তমানে তিনি শারিরীকভাবে কাজ করতে অনেকটাই অক্ষম। অভাব অনটনের সংসারে কষ্ট করে নিজের স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে পদার্থ বিজ্ঞান বিষয়ে চান্স পেয়েছেন আকাশ।তবে অর্থাভাবে তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়ে। এমন দুঃখ-দুদর্শার মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থেকে পিছু হটার উপক্রম মেধাবী এই শিক্ষার্থীর।

    দরিদ্র পরিবারের দারিদ্র্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দনসহ আর্থিক সহযোগিতা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে মেধাবী শিক্ষার্থী জানান, দরিদ্র পিতা-মাতার অভাব অনটনের সংসারে অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করতে হয়েছে। স্কুল জীবন থেকেই স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয় পড়বো। স্বপ্ন পূরণের সেই সুযোগ পেয়েছি। তবে এ দুঃসময়ে ইউএনও স্যার পাশে এসে না দাঁড়ালে, সহযোগিতার হাত না বাড়ালে হয়তো আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন স্বপ্নই থেকে যেতো। আমি ইউএনও মিজাবে রহমত স্যার এর নিকট চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে আমি প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হয়ে পরিবারের হালধরার পাশাপাশি দেশের জন্য কাজ করতে চাই। তবে এখনো অনেকটা পথ যেতে হবে। এ জন্য প্রয়োজন অনেকের সহযোগিতা।

    উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, অর্থাভাবে একটি মেধাবী ছেলের সুন্দর ভবিষ্যত এবং স্বপ্ন কখনো নষ্ট হতে পারে না। আমরা যারা সমাজের দায়িত্বশীল জায়গায় রয়েছি সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে গরিব মেধাবী শিক্ষার্থী আকাশকে বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ করে দিতে তার পাশে দাঁড়িয়েছি। সে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছে। এটা জেনে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নিজেকে ধন্য মনে করছি। তবে লক্ষে পৌছানোর জন্য তার অনেক সহযোগিতার প্রয়োজন। এ বিষয়ে আমি স্থানীয় অনেককেই তার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছি।

    উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, তার যে আর্থিক অবস্থা ভাল নেই এটা কোন বাধা না, মনোবলটাই আসল। তার উচ্চ শিক্ষা চালিয়ে যেতে সব রকম সহযোগিতা করা হবে।

    তাছাড়া মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ও তার জন্য সকল প্রকার সহযোগিতা দেয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • জিয়াউর রহমানের প্রত্যক্ষ ষড়যন্ত্রে  বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল-সংস্কৃতি প্রতিমন্ত্রী

    জিয়াউর রহমানের প্রত্যক্ষ ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল-সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, কথিত আছে যে রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে। কিন্তু তার মৃতদেহ কেউ দেখেনি। সেখানে জিয়া নাকি অন্য কোন মানুষ বা প্রাণিকে সমাহিত করা হয়েছে এ নিয়ে সবার মাঝে সংশয় রয়েছে। তাই বেগম জিয়ার কাছে আমার প্রশ্ন আপনি স্বামী ভেবে কাকে শ্রদ্ধা জানান? সেখানে কি জিয়ার মৃতদেহ রয়েছে নাকি অন্য কোন পরপুরুষের। এ বিষয়ে আশু বিজ্ঞানভিত্তিক তদন্ত হওয়া জরুরি। বেগম খালেদা জিয়াকে এ তদন্ত কমিটির প্রধান করা যেতে পারে। আমরা এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবো।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার
    ফয়সল হাসান এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে-
    প্রতিমন্ত্রী বুধবার (৩১আগষ্ট)সকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিক পরীক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ প্রশ্ন রাখেন।

    বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান।

    প্রধান অতিথি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র তত্ত্বাবধানে জিয়াউর রহমানের প্রত্যক্ষ ষড়যন্ত্রে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু জানতে পেরেছিলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেননি কোন বাঙালি তাঁকে হত্যা করতে পারে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে কমিশন কাজ শুরু করলে জিয়াউর রহমান, আ স ম আবদুর রব, কর্ণেল তাহের, কবি আল মাহমুদ সহ যারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ছিল বা এর ক্ষেত্র প্রস্তুত করেছিল তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক সচিব মোঃ আবুল মনসুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি। স্বেচ্ছায় রক্তদানকে একটি মানবিক, আত্মত্যাগ ও সেবামূলক কাজ উল্লেখ করে সচিব বলেন, এর মাধ্যমে রক্ত দানকারীদের মধ্যে বৃহৎ আত্মত্যাগের অনুপ্রেরণা সৃষ্টি হবে এবং মানবিক মানুষ হিসাবে পথচলাকে সুগম করবে।

  • ত্রিশালে রাত ৮টার পর মার্কেট বন্ধে ইউএনও’র  অভিযানে ৩ মামলায় জরিমানা ৩১হাজার

    ত্রিশালে রাত ৮টার পর মার্কেট বন্ধে ইউএনও’র অভিযানে ৩ মামলায় জরিমানা ৩১হাজার

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিভিন্ন বাজারের অনেক দোকানি রাত ৮ টার পর দোকান বন্ধ করার সরকারি নির্দেশ অমান্য করে। এমন অসঙ্গতির খবর পেয়ে মঙ্গলবার (৩০শে আগস্ট) রাতে উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান এর নেতৃত্বে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এ সময় ৩টি দোকান দোকানকে একত্রিত হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে অতিরিক্ত বৈদ্যুতিক বাতি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ অপচয় না করার জন্য কয়েক দোকানকে মৌখিকভাবে সতর্ক করে দেন ইউএনও। এসময় তিনি ডিজেল,কেরোসিন,সয়াবিনসহ দ্রব্যমুল্যের নিয়ন্ত্রণে রাখতেও নির্দেশনা দেন।

    ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে বাজারের অন্যান্য দোকানিরা শাটার বন্ধ করে পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেন।

    জানা গেছে, সরকারি নির্দেশনা মোতাবেক রাত ৮ টার পরে ত্রিশাল উপজেলার বাজারে শপিংমল, দোকানপাট ও আলোকসজ্জা বন্ধের লক্ষ্যে মঙ্গলবার অভিযান চালানো হয়। অভিযানে আরো অংশ নেন ত্রিশালে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিদ্যুতের কর্মকর্তাগণ।

    উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান বলেন, সরকার বিদ্যুৎ সাশ্রয়ে যত্নবান হওয়ার জন্য রাত ৮টার পর সকল দোকানপাট, বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা না করারও নির্দেশ দিয়েছেন। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেই নির্দেশ উপেক্ষা করে নির্ধারিত সময়ের পরও দোকানপাটগুলো খোলা রাখছে এবং কোন কোন দোকানে অতিরিক্ত অরোকসজ্জা ব্যবহার করে যাচ্ছে। এ সংবাদ পেয়েই তিনি অভিযানে নেমেছেন। তিনি আরো জানান, সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।