Category: দেশজুড়ে

  • পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত

    পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।।

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    এতে সংগঠন এর অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা মন্ডলির সদস্য ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার।এই সময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিঠুন সাহা।

    এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠন এর সহ সভাপতি অরুণ কুমার শীল, হারুনর রশীদ, উপদেষ্টা মন্ডলির সদস্য নিমাই দেবনাথ,যুগ্ন সম্পাদক নজর কান্তি ত্রিপুরা, অনুরুপা ত্রিপুরা, সদস্য অমল রায়, ফাল্গুনী সাঁওতাল,অন্তু সাহা রিমিসহ প্রমুখ।

    আলোচনা সভার প্রথমে জুলাই মাসের সকল প্রাপ্তি ও খরচ,বাবুর্চি আমজাদকে চিকিৎসা ও সোনালী চাকমাদের মানবিক সহায়তার সকল খরচ সমূহ সবকিছু তুলে ধরা হয়।এর পরবর্তীতে সকল সদস্যদের মাসিক টাকা স্ব উদ্যোগে নিয়মিত পরিষদের জন্য বলা হয়।।এবং আগামী দুর্গাপূজায় দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ এর বিষয়েও সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়। এইছাড়া সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি জ্ঞান প্রভাত তালুকদার।

  • জয়পুরহাটে এ্যাম্পলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    জয়পুরহাটে এ্যাম্পলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ শত ৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।

    শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন,নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শর্মাপুর গ্রামের হারুন রশিদের ছেলে ডিপজল ওরফে দিপু(২০) ও একই উপজেলার বিলাশবাড়ী গ্রামের গুলবর রহমানের ছেলে সাহেদ(২২)।

    এবিষয়ে পাঁচববিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, জয়পুরহাট জেলার মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া বাজারের মানিকের গোস্ত ঘরে মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের অভিযান চালিয়ে ১ শত ৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ তাদের হাতে নাতে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র প্রতিবাদে বিশাল সমাবেশ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র প্রতিবাদে বিশাল সমাবেশ

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড ইপিজেড চত্বর বেশপিং সেন্টার মাঠে আওয়ামিলীগ ছাত্রলীগ যুবলীগ সেচ্ছাসেবী লীগ শ্রমিকলীগ সহ অঙ্গ সংগঠনের উদ্দোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন আওয়ামিলীগের সকল নেতাকর্মীরা।

    কাউন্সিলর জিয়াউর হক সুমনের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর আসলামের সঞ্চলনায় উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব এম এ আব্দুল লতিফ এমপি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব হারুন অর রশিদ আহবায়ক ইপিজেড থানা আওয়ামীলীগ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    আবু তাহের মুক্তিযোদ্ধা যুগ্ম আহবায়ক আওয়ামিলীগ,আকবর হোসেন কবি,শারমিন ফারুক সুলতানা,সভাপতি ইপিজেড থানা মহিলা নেত্রী।

    উক্ত সমাবেশে আর ও উপস্থিত ছিলেন,তরুন আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুন,
    আনোয়ার হোসেন,জাহেদ হোসেন,আখতারুজ্জামান বাবুল,যুবলীগ এর সাধারণ সম্পাদক, সেলিম রেজা,সেলিম আফজল,দিদার হোসেন,শ্রমিক লীগের আহবায়ক,জাহেদ হোসেন,সেচ্ছাসেবকলীগ নেতা,মামুনজ্জামান,মামুন,ব্যারিষ্টার সুলতান আহমদ ডিগ্রী কলেজ এর ভিপি,জাহিদ হোসেন,খোকন,লোকমান হাকিম,আক্কাস উদ্দিন সওদাগর,নেছার মিয়া আজিজ,ওয়াশিস আকরাম,মোহাম্মদ হারুন,ফারুক হোসেন,ইমরুল কায়েস,নুরুল কবির,শেখ ফরিদ রিপন,ইমন,জসিম,নওশাদ,
    নজরুল ইসলাম বেলাল ও প্রমুখ।

    প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা ও বিএনপির নৈরাজ্য
    সন্ত্রাস ও খুনী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কঠিন বিচার করতে হবে।

    তিনি আর ও বলেন,আমরা মাঠেই থাকবো, মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর প্রতিহিংসার জবাব দেবো। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছে বিএনপি জামাত যেন সেটা ধ্বংস করতে না পারে সেক্ষেত্রে আমরা সবাই মাঠে থাকবো বলে হুশিয়ারি করেন। আগামীকাল রোজ শনিবার বিকেল তিন টা সাড়ে ৩টার সময় আবার ও সমাবেশের ডাক দিয়েছেন এই বক্তা।

  • আশিক আদনানের পাশে মহালছড়ি তরুণ প্রজন্ম

    আশিক আদনানের পাশে মহালছড়ি তরুণ প্রজন্ম

    রিপন ওঝা,মহালছড়ি।

    খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলায় আজ ২সেপ্টেম্বর-২২ বিকাল ৪.৩০ঘটিকায় মাইসছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা খাগড়াছড়ি সরকারি কলেজ পড়ুয়া পিতৃহীন মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত মোঃ আশিক আদনানের পাশে মহালছড়ি তরুণ প্রজন্মের সমাজসেবকগণ।

    উক্ত এ মহতী উদ্যোগে আলোর ফেরিওয়ালা ও মহালছড়ি তরুন প্রজন্মের সংগৃহীত গতকাল ২৫০০০ আজ ৩৪০০০টাকা মোট ৫৯০০০ (ঊনষাট হাজার টাকা) মায়ের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।

    উক্ত এ সময়ে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তরুণ সমাজসেবক মোঃ রোকন মিয়া, মাইসছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক মোঃ মনির হোসেন, মহালছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার ও সামাজিক সংগঠন আলোর ফেরিওয়ালা সংগঠনের বর্তমান কমিটির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, প্রচার সম্পাদক মোঃ শামীম হোসেন, মোঃ আলী আকবর, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সালমান মাহমুদ সজীব মোঃ রাশেদ এবং সামাজিক সংগঠন আলোর ফেরিওয়ালার সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন জনি প্রমুখ ও সংবাদগ্রাহক উপস্থিত ছিলেন।

  • শার্শার বাগআঁচড়ায় সোনা পাচারকারীদের সাথে পুলিশের গোলাগুলি, নিহত ১ আটক ২

    শার্শার বাগআঁচড়ায় সোনা পাচারকারীদের সাথে পুলিশের গোলাগুলি, নিহত ১ আটক ২

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শার জামতলা পাঁচপুকুর এলাকায় বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে পুলিশের সাথে সোনা পাচার কারীদের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ১ পাচারকারী নিহতসহ দু’জন আটক হয়েছে এবং ৯ কেজি ৭শ ৫৮ গ্রাম ওজনের ৩০ টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

    জামতলার পাঁচ পুকুর এলাকায় রাত ১২ টার দিকে ওরিয়েনটাল ওয়েল কোম্পানি লিঃ ফ্যাক্টারির সামনে পুলিশ সোনা পাচারকারীদের প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ২২-০৪২৪) আটক করলে ২০/ ২৫ টি মোটর সাইকেলে ৪০/৫০ জন যুবক এসে পুলিশের ওপর হামলা করে প্রাইভেট কার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ করে বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে অজ্ঞাত এক ব্যাক্তি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৯ কজি ৭শ ৫৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্নের বারসহ কুমিল্লার হোমনা উপজেলার আবুল সরকারের ছেলে রবিন (৩৫) ও দাউদকান্দি উপজেলার কবীর হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫)৷ নামে দুজন কে আটক করে।

    নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন গোপন সুত্রে খবর পেয়ে নাভারন সাতক্ষীরা সড়কের জামতলা এলাকার পাঁচপুকুর নামক স্থানে অভিযান চালায় যশোর ডিবি ও শার্শা থানার পুলিশ।৷ আটক রবিনের শরীরে ও গাড়ির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০ পিস সোনারবার পাওয়া যায়। যার মুল্য আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা। পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। নিহত ব্যাক্তির লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

  • আগুনে দোকান পুড়ে যাওয়ায় ঘুরে দাঁড়াতে পারেনি অলিউল্লাহ

    আগুনে দোকান পুড়ে যাওয়ায় ঘুরে দাঁড়াতে পারেনি অলিউল্লাহ

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    স্বরূপকাঠি উপজেলা মিয়ারহাট বাজারে সুটিয়াকাঠি নাজিম কাজিম বেপারি বাড়ির সামনে মার্কেটের ৩টি মুদির দোকান পুড়ে যাওয়ায় কপাল পুড়লো ৩ ব্যবসায়ীর। ব্যবসায়ীরা হলেন, অলিউল্লাহ, আলি হোসেন, আব্দুর রহিমের কপাল পড়লো। স্থানীয় আশা সমিতি এবং ইসলামি ব্যাংকের ঋন নিয়ে ব্যবসা পরিচালনা করতো তারা যে, কারনে আজো ঘুরে দাড়াতে পারেনি ব্যবসয়ীরা।

    গত জানুয়ারীর ১১তারিখ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৩টি মুদির দোকান ভস্মিভূত হয়েছিল। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১২ লাখ টাকা মালামাল বলে দাবি করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

    অলিউল্লাহ জানান, আসন্ন ঈদ উপলক্ষে আমার দোকানে ৩ লাক টাকার তোলা মালামাল পুড়ে যায় আমি পথে বসে গেছি ভাই। আমার প্রায় ৬লাক টাকার পুড়ে গেছে। অপর দুই ব্যবসায়ীর আলি হোসেন এবং আব্দুর রহিম জানায় আমাদের ২ দোকানে থাকা প্রায় ৬লাক টাকার পুড়ে যায় ।
    স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মধ্য রাতে অলিউল্লার দোকানে আগুনের আগুন দেখতে পেয়ে এক ব্যক্তি ফায়ার সার্ভিসকে খবর দেয়। এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পাশে আব্দুর রহিম এবং আলি হোসেনের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

    এতে দোকান ৩টির মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা আসার সাথে সাথে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনি।

    স্বরূপকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জানান, ঘটনা যেতে একটা নদীপথে ফেরি পার হতে সময় গেলেছে এবং ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় ব্যবসায়ীরা ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, নদীর কারনে সময়মত যেতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে ধারণা করা হচ্ছে।

  • সাংবাদিক  সাহিত্যিক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন ও মানবিক কণ্যা সানু তাসনিমের জন্মদিন পালন

    সাংবাদিক সাহিত্যিক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন ও মানবিক কণ্যা সানু তাসনিমের জন্মদিন পালন

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাংবাদিক, সাহিত্যিক ও সংগঠক দৈনিক ব্যতিক্রম রংপুর বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন ও জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সহসভাপতি সানু তাসনিমের জন্মদিন পালন।
    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর হল রুমে গতকাল ৩১ আগষ্ট রাতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
    জন্মদিনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন, সহকারী ব্যাবস্থাপক তৌয়বুর রহমান, পিআরও জাহাঙ্গীর আলম,শরিফুল ইসলাম, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মানবিক কন্য সানু তাছমিন ও সাধারণ সম্পাদক জাগ্রত সুপারস্টার আহসান হাবীব(মানিক) ইতি আক্তার, তাজরেমিন সানজিদা প্রমুখ।।

  • কেন্দুয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    কেন্দুয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

    নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতার মৃত্যুতে, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা কর্মসূচি বাতিল করা হয় এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

    দোয়া পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের সহসভাপতি হুমায়ুন কবীর খান রতন।

    বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কেন্দুয়া পৌরশহরের খাদ্য গুদাম সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

    উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজুর পরিচালনায় দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক, সদর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।

    এ সময় উপজেলার মাসকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সভাপতি ফরিদ আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রিপন, সারোয়ার হোসেন, এমদাদুল হক, হারুন অর রশিদ ভুইয়া, জেলা ছাত্রদলের সহসভাপতি পায়েল ভুঁইয়া, সদস্য এসএম পিয়াস, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলমগীর আকন্দ, সাফিন আহমেদ ভুঁইয়া প্রিন্স, সদস্য মিজানুর রহমান সাব্বির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত আরিফ, বলাইশিমুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সবুজ খন্দকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বানারীপাড়া ছাএলীগের প্রতিবাদ ও বিক্ষোভ

    বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বানারীপাড়া ছাএলীগের প্রতিবাদ ও বিক্ষোভ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বানারীপাড়ায় বিএনপি জামায়াত জোটের অব্যাহত মিথ্যা প্রোপাগান্ডা জ্বালাও পোড়াও সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সম্মুখে উপস্থিত হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কের অলিগলিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লার সভাপতিত্বে মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিথুন, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, মাহাতাব ইসলাম মহসিন, সাগর আহমেদ সাজু। পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমীন রাসেল মাল, সম্পাদক সজল চৌধুরী এছাড়াও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি , সুমন সিদ্দিকী, মোঃ মনির হোসেন, মোঃ জামাল হোসেনসহ বানারীপাড়া উপজেলা ইউনিয়ন ও পৌর শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় ছাত্রলীগের নেতারা বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগ অতীতেও সোচ্চার ছিল এখনও থাকবে। এছাড়াও আরো বলেন দেশের যে কোন অবস্থায় আমরা ছাত্রলীগ আছি এবং রাজপথে থাকব ইনশাআল্লাহ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

    পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যেগে অভিযান চালানো হয়েছে। বুধবার (৩১ আগস্ট) পৌর এলাকার পঞ্চগড় বাজারে এই অভিযান চালানো হয়। উক্ত অভিযানকালে দুই দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বাজারজাত করণের অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩৫কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। জেলা প্রশাসন পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল-আল-মামুন কাওসার শেখ ও সায়েদা খানম লিজা নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ বিভাগ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
    এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল-আল-মামুন কাওসার শেখ বলেন, এ ধরণের অভিযান অব্যহত থাকবে।