Category: দেশজুড়ে

  • আগৈলঝাড়ার রাজিহারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

    আগৈলঝাড়ার রাজিহারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় সড়ক ও জনপথ বিভাগের সড়ক ও খালের পাশে অবৈধভাবে নির্মিত সাতটি স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার স্টান্ডে (চৌমাথায়) স্থানীয় সেলিম পাইক, সেকেন্দার ফকির, কামরুল ফকির, ফজলু হাওলাদার, বাবলু খাঁ, সোহেল হাওলাদারসহ ছয়জনে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে। এঘটনা উপজেলা প্রশাসন জানতে পেরে মঙ্গলবার সকালে পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালতের আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ করেন। এসময় অবৈধ দোকানের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করেন করে দেওয়া হয়। একই অভিযানে রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী এলাকায় নির্মিত সেলিম পাইকের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসের সহকারী ছিদ্দিকুর রহমানসহ প্রমুখ।

  • ক্ষেতলালে গরীব কৃষক  মিলন’র করলা ও বেগুন গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দূর্বৃত্তরা

    ক্ষেতলালে গরীব কৃষক মিলন’র করলা ও বেগুন গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দূর্বৃত্তরা

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোররাতে উপজেলার দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে

    স্থানীয়সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কৃষক মিলন মিয়ার নিজস্ব কোনো জমি নেই তিনি অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন। এবারও চলতি মৌসুমে তিনি তার বর্গা নেয়া (৩৩ শতাংশ) জমির উপর করলা ও বেগুন চাষ করেন। গতকাল মঙ্গলবার ভোররাতে তার রোপনকৃত ওই (৩৩ শতাংশ) জমির সমস্ত করলা ও বেগুন গাছ কেটে দিয়েছেন দূর্বৃত্তরা।
    সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতাও মিলেছে।

    স্থানীয়রা বলেন, মিলন মিয়া একজন সৎ গরীব কৃষক সে অন্যের জমি বর্গা নিয়ে দিনরাত পরিশ্রম করে (৩৩ শতাংশ) চাষআবাদ করছেন। তার রোপণ কৃত জমির করলা ও বেগুন গাছ কেটে একটা অমানবিক কাজ করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করতেছি।

    এ বিষয়ে কৃষক মিলন মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমি আজ সকালে জমি দেখার জন্য জমিতে যাই। যায়ে দেখি আমার জমিতে রোপণকৃত সমস্ত করলা ও বেগুন গাছ কাটা। কে বা কাহারা কেটেছে আমি বলতে পারি না, আমি অন্যের জমি বর্গা নিয়ে খুব কষ্ট করে চাষআবাদ করি। এবং আমার দুই মেয়ে একটা মেয়ে একটু বড়ো ঐ বড়ো মেয়ে আমাকে ফসল রোপণ করতে সহযোগিতা করেছেন মেয়েটি খুব কষ্ট পেয়েছে শুধু কান্না করছেন। এই ক্ষতিতে আমি মানসিকভাবে ভেঙ্গে পরেছি, এই ফসল কর্তনে প্রায় ৮০ -৯০ হাজার টাকা ক্ষতি হয়েছে। যদি উপজেলা কৃষি অফিস থেকে আমাকে একটু আর্থিক সহযোগিতা করতেন তাহলে হয়তো আমি উপকৃত হবো।
    এবিষয়ে স্থানীয় বড়াইল ইউনিয়নের সাবেক ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কেরামত আলী বলেন। আমার দেখাতে কৃষক মিলন মিয়া একজন সৎ গরীব কৃষক সে দিনরাত পরিশ্রম করে অন্যার জমি বর্গা নিয়ে চাষআবাদ করছেন। এই ধরনের জঘন্য ঘৃণিত কাজটা কে বা কাহারা কেটেছে কেউ দেখতে পাইনি তবে যে কেউ করুক কাজটা করা উচিৎ হয়নি আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এর তিব্র প্রতিবাদ জানাই।

    এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান বলেন। আসলে এইধরনের কাজ খুব জঘন্য ঘৃণিত কাজ। যদিও রাতের আঁধারে করেছেন কে করেছে সেটা কেউ বলতে পারে না। আমরা উপজেলা কৃষি অফিস থেকে ঐ ভুক্তভোগী কৃষক মিলন মিয়াকে সার্বিক সহযোগিতা করবো।

  • তারাগঞ্জে  ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

    তারাগঞ্জে ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ ব্রার্দাস হিমাগারের পশ্চিম পাশে সত্য নারায়ণ বাণিজ্যলয়ের গোডাউন ঘরের ৬টি তালা কেটে ট্রাকে করে পাট চুরি করে নেওয়ার সময় টহল পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
    তারাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তারাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চলছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে জরুরি ফোর্স ও অভিযান ফোর্স নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার জন্য রাতে হাড়িয়ারকুঠি ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার। হাড়িয়ারকুঠি থেকে কুর্শা ইউনিয়ন ও তারাগঞ্জ সদরে ফেরার সময় প্রায় রাত ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের পশ্চিম পাশে সত্য নারায়ণ বাণিজ্যলয়ের গোডাউনের সামনে স্ট্যাডিং(চালু) অবস্থায় একটি ট্রাক দেখতে পান। এতে পুলিশের সন্দেহ হলে পুলিশের পিকআপভ্যান ট্রাকের সামনে বেরিকেট তৈরি করেন। পুলিশকে দেখে ট্রাকে থাকা চালক পাশ কাটিয়ে ট্রাক সহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ট্রাকে থাকা ডাকাতসহ তালা কেটে পাট গোডাউনের ভেতরে থাকা চার জন ও পরে আরও একজন ডাকাতকে আটক করেন। এ সময় একজন ডাকাত সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
    আটক ডাকাতরা হলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মৃত শামসুদ্দিন বিশ্বাসের ছেলে ট্রাক চালক সফিয়ার রহমান(৪৫), বরগুনা জেলার আমতলী থানার উত্তর গোপখালী গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে মহসিন গাজী(৩২), ওই থানার হলুদিয়া (কলংক) গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল(২৯), তালতলী থানার পচা কোরালিয়া গ্রামের মৃত লতিফ হওলাদারের ছেলে ট্রাক চালক ফেরদৌস(২৮), পটুয়াখালী জেলার গলাচিপা থানার শৈলবুনিয়া গ্রামের আব্দুর ছাত্তার মৃধার ছেলে ইয়াকুব আলী (৫১)। পলাতক ডাকাত সদস্য বরগুনা জেলার আমতলী থানার তারিকাটা গ্রামের ইউনুছ পেদার ছেলে নজরুল ইসলাম।
    সত্য নারায়ণ বাণিজ্যলয়ের মালিক কুর্শা রহিমাপুর গ্রামের বাসিন্দা দিলীপ কুমার সরকার(৫৫) বলেন, আমার গোডাউনে প্রায় ১০ লাখ টাকার পাট কেনা রয়েছে। ডাকাতেরা পাটগুলো চুরি করে নিয়ে গেলে আমার বড় সর্বনাশ হয়ে যেত। ভগবানের কৃপায় পুলিশ বাহিনী ডাকাতদের আটক করেছেন।
    তারাগঞ্জ থানার ওসি সুশান্ত কমুার সরকার বলেন, ‘আটক পাঁচজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাঁরা পেশাদার ডাকাত। তাঁদের প্রত্যেকের নামে তিন থেকে পাঁচটি করে মামলা বিভিন্ন থানায় রয়েছে। আটকের সময় তালা কাটার, সাবল, চারটি বাটন ফোন, গোডাউনের কাটা ছয়টি তালা, ৫টি বাঁশের লাঠি, রশিসহ ট্রাক জব্দ করা হয়। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

  • জাল সনদে চাকরি, তালিকায় পঞ্চগড়ের ১১ শিক্ষকের নাম

    জাল সনদে চাকরি, তালিকায় পঞ্চগড়ের ১১ শিক্ষকের নাম

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ

    পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ (ডিআইএ) সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদে চাকরি নেয়া শিক্ষকদের নামের তালিকা প্রকাশ পেয়েছে। এ তালিকায় পঞ্চগড়ের ৪টি উপজেলার ১১ জন শিক্ষকের নাম দেখা গেছে। ডিআইএ বলছে, এটা তাদের শিক্ষা মন্ত্রণালয়ের শুদ্ধি অভিযান। এ অভিযানে রাজশাহী ও রংপুর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদে চাকরি নেওয়া প্রথম পর্বের তালিকা থেকে পঞ্চগড়ের ১১ জনের নাম পাওয়া গেছে।

    সোমবার (৫ সেপ্টেম্বর) এই প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ হলে জেলার চার উপজেলার ১১ জন শিক্ষকের নাম পাওয়া যায়। তারা জাল সনদে চাকরি করে আসছেন। এদের মধ্যে এমপিও ভুক্ত সাত শিক্ষক ও বাকি ৪ জন এমপিওভুক্ত হতে তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। জাল সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের চাকরিচ্যুতসহ সরকারি কোষাগার হতে প্রাপ্ত বেতন-ভাতা ফেরতসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

    তালিকা সূত্রে জাল সনদধারী শিক্ষকরা হচ্ছেন, জেলার সদর উপজেলার উত্তর দর্জিপাড়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ে সহকারী শিক্ষক শেফালী রানী রায়, জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ের সহকারি শিক্ষক রাহেলা পারভীন। এ দু’জন শিক্ষক এমপিওভুক্ত রয়েছেন।

    দেবীগঞ্জের মল্লিকাদহ বৈদ্যনাথ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক দিপালী রানী, সহকারী শিক্ষক সাইরুল ইসলাম ও বাবুল চন্দ্র রায়, শালডাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক হুমায়ুন কবির। তারা এমপিওভুক্ত শিক্ষক। বাগদহ ডিগ্রী কলেজের দর্শন বিভাগের প্রভাষক আশরাফুল আলম, বাগদহ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক স্বপন কুমার রায়, চেংঠী হাজরাডাঙ্গা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রভাষক আবু সাঈদ তারা নন এমপিওভুক্ত শিক্ষক বলে জানা যায়।

    এদিকে আটোয়ারীর উপজেলার আটোয়ারী মহিলা ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের এমপিওভুক্ত প্রভাষক মামুনুর রশিদ। বোদা উপজেলার সাকোয়া ডিগ্রী কলেজের কৃষি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। তিনি এমপিওভুক্ত এখনো হননি।

    ডিআইএর প্রকাশিত তথ্যমতে, চলতি বছরের ২৫ মে থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধি অভিযানে ১ হাজার ১৫৬ জন শিক্ষকের শিক্ষাগত ও যোগ্যতার সনদ ভুয়া পেয়েছেন পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ (ডিআইএ)। রাজশাহী ও রংপুর বিভাগের জাল সনদধারী শিক্ষক রয়েছেন ৪৪৩ জন। এ দুথঅঞ্চলের প্রথম পর্ব তালিকায় ১৯৩ জন শিক্ষকের নাম প্রকাশ পেয়েছে।

    জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ (ডিআইএ) প্রদত্ত জাল সনদে শিক্ষকদের চাকরি নেয়া বিষয়টি শুনেছি। তবে এখনো কোন নির্দেশনা পাওয়া যায়নি। তবে জাল সনদধারীদের ব্যাপারে বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা পরিবার তা বাস্তবায়ন করবে।

  • নবাগত পুলিশ সুপার তেতুলিয়া মডেল থানা ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পরিদর্শন

    নবাগত পুলিশ সুপার তেতুলিয়া মডেল থানা ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পরিদর্শন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়; ০৭/০৯/২০২২ তেতুলিয়া মডেল থানা ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পরিদর্শন করেন-

    _এস,_এম,_সিরাজুল_হুদা,_পিপিএম,_পুলিশ_ সুপার_পঞ্চগড়

    পরিদর্শন উপলক্ষ্যে পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানান অফিসার্স ইনচার্জ তেতুলিয়া মডেল থানা আবু সাঈদ চৌধুরী।

    ফুলেল শুভেচ্ছা শেষে তেতুলিয়া মডেল থানার একটি চৌকস দল অফিসার্স ইনচার্জ, মোঃ আবু সাঈদ চৌধুরীর, তেতুলিয়া মডেল থানার নেতৃত্বে থানা প্রাঙ্গণে পুলিশ সুপার সালাম প্রদর্শন করে।

    পরে পুলিশ সুপার তেতুলিয়া মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তেতুলিয়া মডেল থানার বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন।

    তেতুলিয়া মডেল থানা পরিদর্শন শেষে বাংলাবান্ধা ইমিগ্রেশন পরিদর্শনে যান। সেখানেও ফুলের শুভেচ্ছা জানান ইনচার্জ বাংলাবান্ধা ইমিগ্রেশন মোঃ নজরুল ইসলাম।

    ফুলেল শুভেচ্ছা শেষে পুলিশ সুপার বাংলাবান্ধা ইমিগ্রেশন এর সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

  • পঞ্চগড়ে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় যুবক আটক

    পঞ্চগড়ে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় যুবক আটক

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;

    পঞ্চগড়ে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি করায় ইকবাল হোসেন প্রধান (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার গভীর রাতে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকা থেকে নীলফামারী জেলা ও পঞ্চগড় থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বড়ুয়া পাড়া গ্রামের আলী আজমের ছেলে।

    জানা যায়, বেশ কিছুদিন ধরে ইকবাল মহানবী মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আসছিল। বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেফতারের দাবীতে মঙ্গলবার বিকেলে অমরখানা ইউনিয়নের কাজীরহাট বাজারে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ইকবাল নামে এক যুবক ইসলাম নিয়ে অপব্যখ্যা দেওয়ায় ওই এলাকার মুসুল্লিরা অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

  • বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের মায়ের মৃত্যু – দাফন সম্পন্ন

    বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের মায়ের মৃত্যু – দাফন সম্পন্ন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ নূর হোসেন (নূরালী মহাজন)এর স্ত্রী ও বানারীপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আনোয়ারের মা আলেয়া বেগম গত রাত ১টা ১০ মিনিট নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আলেয়া বেগম দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালীন সময়ে তিনি স্বামী সহ তিন ছেলে,এক মেয়ে,নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

    মরহুমের নামাজের জানাযা আজ সকাল ১০টায় পৌর শহরের ১নং ওয়ার্ডের তার নিজ বাড়ির সম্মুখে বড় ধান চালের মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

    তার জানাযায় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালে্হ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান,৫নং সলিয়াবাকপুর চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান মাষ্টার, সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, বানারীপাড়া উপজেলা বিএনপি নেতা গোলাম মাহবুব মাষ্টার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য আলেয়া বেগম তিনি মরহুম খবির উদ্দিন মোল্লার জৈষ্ঠ্য কন্যা। বর্তমান বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লার এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লার বড় বোন। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সকলে গভীর শোক প্রকাশ করেছেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • নাচোলে এক আদিবাসীর আত্মহত্যা নিয়ে ধ্রম্রজাল

    নাচোলে এক আদিবাসীর আত্মহত্যা নিয়ে ধ্রম্রজাল

    নাচোল প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক আদিবাসীর আত্মহত্যা নিয়ে ধ্রম্রজাল সৃষ্টি হয়েছে।
    নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গতকাল মঙ্গলবার সকালে মৃত ব্যক্তির পরিবারের লোকজনের নিকট থেকে খবর পেয়ে উপজেলার সদর ইউনিয়নের হাঁকরইল গ্রামের পূর্ব সাঁওতালপাড়ার রিতু হাসঁসদার ছেলে লাল হাঁসদা(৫০)’র শয়নকক্ষের আরার সাথে গলায় চাদর পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে লাশের শুরতহাল রিপোর্ট করার সময় লাশের সারা গায়ে ফোসকার চিহ্ন দেখা যায়। লাশের বিকৃতি গন্ধ ছড়িয়ে পড়ায় ওই পরিবারের লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

    এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার(গোমস্তাপুর সার্কেল) সামশুল অজম। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের করা হয়েছে। এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • নাচোলে চাকুরীচ্যুতের অভিমানে এক এনজিও কর্মীর আত্মহত্যা

    নাচোলে চাকুরীচ্যুতের অভিমানে এক এনজিও কর্মীর আত্মহত্যা

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাকুরীচ্যুতের অভিমানে শতফুল বাংলাদেশ নামক এনজিওর এক মহিলা মাঠকর্মী আত্মহত্যা করেছে।

    উপজেলার নেজামপুর গুয়াবাড়ীর আব্দুল মালেকের ছেলে তাবারোক হোসেনের ভাড়া বাড়ির শয়নকক্ষের ফ্যানের লোহার হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

    নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, রাজশাহীর চারঘাট থানার বনেশ্বর গ্রামের সাইদুর রহমানের মেয়ে দিলরুবা খাতুন(২৮)। নিহত দিলরুবাকে গত ৫ সেপ্টেম্বর/’২২ তারিখে বরখাস্ত করা একটি চিঠির নীচোংশে সুইসাইড নোটসূত্রে জানাগেছে, শতফুল বাংলাদেশ নামক এনজিওর মাঠকর্মী দিলরুবাকে এরিয়া ম্যানেজার নুরজাহান স্বাক্ষরিত বরখাস্তের চিঠিতে বিভিন্ন কারণ দেখিয়ে চাকুরীচ্যুত করেন। এরই ক্ষোভে ও হতাশায় ওই মাঠকর্মী আত্মহত্যা করে থাকতে পারে। একই ফ্লাটে থাকা প্রয়াস’র মাঠকর্মীর মা জানান, সোমবার বেলা ১১টার দিকে ভাত পাকের জন্য চাউল বের করে দিয়ে দিলরুবার শয়নকক্ষে দরজা লাগিয়ে দেন। প্রয়াসের ওই মাঠকর্মী বাড়িতে ফিরে দিলরুবাকে খাবার জন্য বেশ কয়েকবার ডাকাডাকি করেন। ভিতর থেকে কোন সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে খবর দেন। বাড়িওয়ালা ও প্রতিবেশীরা দিলরুবার মোবাইলে ফোন দিলেও কোন উত্তর না পেয়ে তাদের সন্দেহ হলে বিষয়টি নাচোল থানাপুলিশকে জানায়। পুলিশ খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজার খিল ভেঙে ফ্যানের লোহার হুকের সাথে ওড়নায় ফাঁস লাগা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

    এদিকে ওই ঘর থেকে উদ্ধার করা বরখাস্তের চিঠির শেসাংশে দিলরুবা “আমার জীবনটানষ্ট করে দিল এরিয়া মেডাম আর জোনাল স্যার। আমি কোন ছেলের সাথে প্রেম করিনা, কারো সাথে কোন সম্পর্ক নেই। আমাকে রাস্তার মেয়ে বানিয়ে দিলো। আমি মারা গেলে এরিয়া মেডাম আর জোনাল স্যার দায়ি থাকবে” এমন কথা লিখা ছিল সুইসাইড নোটে ।
    তার অভিভাবককে খবর দেওয়া হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
    এবিষয়ে শতফুল বাংলাদেশে’র নেজামপুর শাখা ব্যবস্থাপক মুঞ্জুর রহমানের সাথে ফোনে ও সরাসরি যোগাযোগ করা হলে তিনি কোন তথ্য দিতে অপারগোতা প্রকাশ করেন। এমনকি মাঠকর্মী দিলরুবাকে বরখাস্তের কারণও জানাতে চাননি।

  • সুজানগরে এরশাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

    সুজানগরে এরশাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে এরশাদ শেখকে(৩৪) গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবসাসী। সোমবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে সুজানগর-পাবনা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধ কর্মসূচি পালন করে তাঁরা। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে এরশাদ শেখের পিতা মোয়াজ্জেম শেখ কান্নাজড়িত কন্ঠে বলেন, বিনা কারণে নির্মমভাবে আমার ছেলেকে গত রবিবার রাতে গুলি করে হত্যা ও কয়েকজন নারী-পুরুষকে কুপিয়ে জখম করেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের ছেলে হালিম বিশ্বাসের নেতৃত্বে সন্ত্রাসীরা। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। আমার ছেলে হত্যার বিচার দেখে যাতে আর কেউ এ ধরণের কাজ করতে সাহস না পায়। এ সময় অন্যদের মাঝে বক্তব্য দেন নিহত এরশাদের বোন স্বর্ণা খাতুন ও সুবর্ণা খাতুন,সাবেক ইউপি সদস্য আকুব্বর শেখ,ইয়াছিন শেখ,লতিফ শেখ ও সিদ্দিক শেখ প্রমুখ। তাঁরা এ হত্যা মামলার প্রধান আসামি হালিম বিশ্বাস সহ অপর সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। উল্লেখ্য উপজেলার ভাঁয়না ইউনিয়নের চরবিশ্বনাথপুর গ্রামে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস পক্ষের লোকজনের সাথে স্থানীয় মোকাই শেখ পক্ষের পূর্ব বিরোধ ও স্থানীয় চরবিশ্বনাথপুর মাদারতলায় রাস্তার পাশে দোকান দেওয়াকে কেন্দ্র করে তাদের উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় গত রবিবার সন্ধ্যায় বিএনপি নেতা আজম আলী বিশ্বাসের চাচাতো ভাই আক্কাজ বিশ্বাসের ছাগল মুকাই শেখের জমিতে গিয়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এবং পরবর্তীতে রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় এরশাদ শেখ গুলিবিদ্ধ সহ আরো অন্তত ১১ জন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় বিএনপি কর্মী এরশাদ শেখকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত এরশাদ শেখের পিতা মোয়াজ্জেম শেখ সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস ও তার ছেলে হালিম বিশ্বাস সহ ১৭ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস,স্থানীয় বিএনপি নেতা রফিক বিশ্বাস ও মামুন বিশ্বাসকে গ্রেফতার করে গত সোমবার পাবনা কোর্টে প্রেরণ করে। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের লাইসেন্সকৃত বন্দুকটি জব্দ করে পুলিশ। এ বিষয়ে সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, লাইসেন্সকৃত নাকি অবৈধ অস্ত্র দ্বারা এরশাদকে শেখকে হত্যা করা হয়েছে তা তদন্ত শুরু করছে পুলিশ। এছাড়া মামলার অপর আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।