Author: desk

  • স্যার পি সি রায় এঁর ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে  পাইকগাছার রাড়ুলীতে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

    স্যার পি সি রায় এঁর ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাইকগাছার রাড়ুলীতে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পি সি রায়) এঁর ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দখিনা (জন ও সমাজ-কল্যাণমুলক সংগঠন) খুলনা’র উদ্যোগে এবং স্যার পি সি রায় স্মৃতি সংসদ খুলনার আয়োজনে “গোপালগঞ্জ জেলায় বিএআরআই-এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের” অর্থায়নে পাইকগাছার রাড়ুলীতে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাড়ুলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্যার পিসি রায় স্মৃতি সংসদের আয়োজিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন, দখিনা’র সভাপতি আলহাজ্ব ওয়াহিদুজ্জামান খান পল্টু। স্যার পি সি রায় স্মৃতি সংসদের সভাপতি ডা: মুহাম্মদ কওসার আলী গাজী’র সার্বিক তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার স ালনায় স্যার পি সি রায় এঁর ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি আযম খান কমার্স কলেজের-উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার ঘোষ, দখিনা’র সহ সভাপতি ও সগবি, বিএআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ হারুনর রশিদ, খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, সরেজমিন গবেষণা বিভাগ, বারি, খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান, দখিনার প্রাক্তন সভাপতি ও সরকারি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হেমেন্ত সরকার, দখিনার দাতা সদস্য আলহাজ্ব আব্দুস সাত্তার, দখিনার সহ-সভাপতি আলহাজ্ব ওয়াহিদুজ্জামান খোকন, স্যার পিসি রায় স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, দখিনার দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, নির্বাহী সদস্য শেখ মনিরুল ইসলাম মনি, শেখ মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ রকি, দখিনার আজীবন সদস্য সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, প্রভাষক পলাশ কুমার দাশ, প্রধান শিক্ষক সজীব কুমার মন্ডল, সহকারী শিক্ষক অনুপ কুমার দাশ ও তাপস কুমার দে, ডাক্তার সাবেতুল ইসলাম, অসীম কুসার দাশ, ইউপি সদস্য সোনিয়া দাশ সুমিত্রা, মোছাঃ জাহানারা পারভীন, মোঃ আঃ হামিদ, মোফিজুল ইসলাম, পীযূষ কান্তি দাশ, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন ও মোঃ সোহেল উদ্দীন, রফিকুল ইসলাম প্রমূখ। এসময়ে বক্তারা পাইকগাছা কৃষি কলেজ কে পিসিরায় এর নামে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বসতবাড়ি সংরক্ষণ, পর্যটন কেন্দ্র, মিউজিয়াম, পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত এবং আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন, ভূবনমোহিনী বালিকা বিদ্যালয় জাতীয়করণের দাবি জানান। আলোচনা সভা শেষে স্যার পিসি রায়ের বসতবাড়ি চত্ত্বর,
    আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন, ভূবনমোহিনী বালিকা বিদ্যালয়,
    কো-অপারেটিভ ব্যাংক চত্ত্বর, ইউনিয়ন পরিষদ ভবন এলাকা, মসজিদ-মন্দিরের আঙ্গিনা, আলহেরা মাদ্রাসা চ্ত্ত্বরে, শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বর ও শালিখা কলেজ চত্ত্বরে উক্ত সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন এবং
    বিভিন্ন স্কুল-কলেজ ও প্রতিষ্ঠানে ৭৬১ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সৃষ্টিশীল কাজের মাঝেই পাইকগাছাবাসীর হৃদয়ে নূরুল হক চিরদিন বেঁচে থাকবেন, এমপি বাবু

    সৃষ্টিশীল কাজের মাঝেই পাইকগাছাবাসীর হৃদয়ে নূরুল হক চিরদিন বেঁচে থাকবেন, এমপি বাবু

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)
    খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হক সৃষ্টিশীল কাজের মাধ্যদিয়ে উপজেলাবাসীর হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বিগত-৯১ সালে সংসদ নির্বাচনে অ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হক পরাজিত হয়ে এ সংসদীয় এলাকায় অর্থ ও শ্রম দিয়ে দলের সাংগঠনিক ভিত মজবুত করেন। এর উপর ভিত্তি করে তিনি ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হয়ে পাইকগাছা-কয়রারয় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সংগঠিত করেন। কিন্তু লক্ষ্য করা গেছে সেই সময় থেকে এ পর্যন্ত যারা দলীয় এমপি নির্বাচিত হয়েছেন তাদের পিছনে দলের ভিতর ও বাহিরের কিছু মানুষ সব সময় বিরুপ সমালোচনায় লিপ্ত থাকেন।

    শুক্রবার (২৯ জুলাই) সকালে পৌরসভাস্থ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত নূরুল হকের ২য় মৃত্যু বার্ষিকীর দোয়া অনুষ্ঠান ও স্বরণ সভায় প্রধান অতিথির বক্তবে পাইকগাছা-কয়রার এমপি বাবু এসব কথা বলেন।
    উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর স ালনায় স্বরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম।
    বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক নেতা শিয়াবুদ্দীন ফিরোজ বুলু
    এসময় সহযোগী অধ্যাপক ময়নুল ইসলাম, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জি,এম একরামুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।

  • পাইকগাছার লতায় আকষ্মিক ঘূর্ণিঝড়ে একটি বসতবাড়ি লন্ডভন্ড

    পাইকগাছার লতায় আকষ্মিক ঘূর্ণিঝড়ে একটি বসতবাড়ি লন্ডভন্ড

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছার গদারডাঙ্গা এলাকার উপর দিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে বয়ে যাওয়া আকষ্মিক প্রচন্ড গতির ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একটি কাঁচা বসত-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ‘
    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দূর থেকে মোবাইলে ঘূর্ণিঝড়ের দৃশ্যটি ভিডিওধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। যাতে দেখা যায়, প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়টি কয়েকটি চিংড়ী ঘেরের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এসময় ঘেরের পানি প্রচন্ড গতিতে ঘূর্ণায়মান অবস্থায় এক ঘের থেকে অন্য ঘেরের অন্তত ৫০/৬০ ফুট উপর দিয়ে বয়ে যাচ্ছে। এক পর্যায়ে গদারডাঙ্গা গ্রামের গপ্ফার গাজীর বাড়ি অতিক্রমের সময় তার কাঁচা বসতঘরটি নিমিষেই গুড়িয়ে উপরে তুলে ফেলে দেয়। তবে ঝড়ের সময় আশ-পাশের এলাকা শান্ত থাকতে দেখা যায়।
    ভিডিওতে দেখা যায়, এসময় ঝড়ের সাথে ঘেরের পানি আকাশের দিকে উঠে যাচ্ছে। ঘটনায় তাৎক্ষণিক এলাকায় ঘূর্ণিঝড় আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে গ্রামবাসীকে আরো বেশি সতর্ক হওয়ার জন্য বলা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ঘটনাস্থল পরেদর্শন করেছেন।
    এসময় তিনি অসহায় গপ্ফার গাজীকে সহযোগিতার জন্য সকলের সুদৃষ্টি কামনা করেন। তাকে সহযোগিতার জন্য ০১৭৬০- ১৪৭০৮৪ বিকাশ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

  • পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সুন্দরবনে বাঘে আক্রান্ত ব্যক্তি, বাঘ বিধবা ও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপনসহ সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, অনারারি ক্যাপ্টেন অব: মোহন লাল দাশ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি আশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু। বক্তৃতা করেন, কবি মোড়ল কওসার আলী, রোজী সিদ্দিকী, সুশান্ত বিশ্বাস, ফারজানা আক্তার ময়না।’ স্মৃতিচারণ করেন, বাঘে আক্রান্ত ব্যক্তি বিষ্ণু বিশ্বাস, মোতালেব গাজী, রহিমা বেগম। বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। তাহলে বন ও বাঘ ভালো থাকবে

  • জোয়ার্দার সৈকত এর আম্মার সুস্থতা কামনায় জুম্মার মসজিদে দোয়া কামনা

    জোয়ার্দার সৈকত এর আম্মার সুস্থতা কামনায় জুম্মার মসজিদে দোয়া কামনা

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি রফিকুল আলম জোয়ার্দার সৈকত এর আম্মা অসুস্থ হয়ে আজ ১৫ দিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।তার সারিরিক অবস্থা উন্নতি না হওয়ায়, গত দুইদিন থেকে আইসিইউতে ১১নং বেডে ভর্তি রয়েছেন। আজ শুক্রবার তার জন্য ভাতসা, মহনল, ভুজইল, ঝিকড়া, গোবিন্দপুর, পদ্দপুর, দায়পুকুরিয়া সহ বিভিন্ন জুম্মার মসজিদে জোর্দ্দার সৈকত এর আম্মার সুস্থতা মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া খায়ের করা হয়েছে। আল্লাহ যেন তার আম্মাকে দ্রুত সুস্থ করে দেন এবং নেক হায়াৎ দান করেন। আমীন।

  • ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক প্রথ্যাত সাংবাদিক অমিত হাবিবের প্রতি শ্রদ্ধা নিবেদন  ও জানাযা সম্পন্ন

    ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক প্রথ্যাত সাংবাদিক অমিত হাবিবের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জানাযা সম্পন্ন

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট অমিত হাবিবের নামাযে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। ২৯ জুলাই শুক্রবার ঢাকাতে দু’দফা জানাযা শেষে বিকাল ৫টায় তার মরদেহ নিজ জেলা ঝিনাইদহ প্রেসক্লাব চত্তরে এসে পৌছে। ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি সহ ঝিনাইদহের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন। এরপর ঝিনাইদহ প্রেসক্লাব চত্তরে তার নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোআ ও মোনাযাত করা হয়।
    এর পর মরহুমের মরদেহ তার জন্মস্থান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের কাজীরবেড় গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মরদেহ দেখতে শতশত মানুষ উপস্থিত হলে এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্ঠি হয় সকলের মাঝে। এরপর বাদ মাগরিব তার নিজ বাড়ির প্রাঙ্গনে তার সর্বশেষ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়।

  • ত্রিশালে বালিপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ত্রিশালে বালিপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ব্যাপক ঝাক-জমক ও উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গৌরবোজ্জ্বল – সংগ্রাম ও সাফল্যের২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ।

    বৃহস্পতিবার ২৮শে জুলাই বালিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শাহাদাত উল্লাহ আদনান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি ও চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, উপজেলা কৃষক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জ্বল, পৌর সভার প্যানেল মেয়র মানিক সাইফুল বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে জনপ্রিয় বাউল শিল্পী নুপুর দেওয়ান,ইয়াসিন সরকার,ডালিয়া সরকার পাগলা শফিক সরকার,বেনজির সরকার সহ দেশবরেণ্য বাউল শিল্পী বাঙ্গালী সাংস্কৃতির ঐতিহ্য বাউল সঙ্গীত পরিবেশনা করেন।

  • গোদাগাড়ীতে সিসিবিভিওর আয়োজনে ভূমির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে সিসিবিভিওর আয়োজনে ভূমির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভূমি ব্যবস্থাপনা (নথী সংরক্ষণ, সরকারী ভূমি অধিদপ্তরে অভিগম্যতা, ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৯ জুলাই, শুক্রবার ২০২২ ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় ও সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভূমি ব্যবস্থাপনার এ প্রশিক্ষণ উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার। এই পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিওর নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী হেম্ব্রম, ইমরুল সাদাত মিলন, ভ‚মি উন্নয়ন কর্মকর্তা নিরঞ্জন কুজুর।

    ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে অজ্ঞতা ভূমি সমস্যাকে একটি নতুন মাত্রা প্রদান করেছে, উপরন্তু এদের অনেকেই কোন বন্দোবস্ত ছাড়াই খাস জমিতে বসবাস করে। এই প্রশিক্ষণ রক্ষাগোলা সদস্য পরিবারের মাঝে ভূমি ব্যবস্থাপনা ও আইন সম্পর্কে সম্যক জ্ঞান ও সচেতনতা লাভ করবে। এতে করে অভীষ্ট জনগোষ্ঠী নিজেরাই খাস জমি বন্দোবস্তসহ, জমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে পারবে এই যৌক্তিকতাকে সামনে রেখে

    প্রশিক্ষণের আলোচ্য বিষয় হলো ভূমি সংস্কার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন, জমি-জমার কাগজপত্র পরিচিত এবং খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, উত্তরাধিকার আইন ও রীতি-নীতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্পত্তি হস্তান্তর ও রেজিষ্ট্রেশন আইন, ভূমি ব্যবস্থাপনা এবং কাঠামো কর্মকর্তা ও কর্মচারীদের কাজ । প্রশিক্ষণের সমাপ্তী ঘোষনা করেন সিসিবিভিও’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিন গুণিগ্রাম রক্ষাগোলা সংগঠনের মোড়ল প্রসেন এক্কা এবং প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সমাজ সংগঠক রঞ্জিত সাওরীয়া।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • সুন্দরগঞ্জে পুত্রের নামে পিতার মিথ্যা মামলা

    সুন্দরগঞ্জে পুত্রের নামে পিতার মিথ্যা মামলা

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজের ছেলের নামে আদালতে পিতার মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে।
    সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া চৌধুরী বাজার গ্রামের সফিউল ইসলাম প্রতিহিংসা ও আক্রোশের বশবর্তী হয়ে নিজের ছেলে রইছুল ইসলামের বিরুদ্ধে আদালতে বাড়ি-ঘর ভাংচুর ও মারামারির মিথ্যা মামলা দায়ের করেছে। অথচ স্থানীয়রা জানান, পিতা সফিকুল ইসলাম প্রায়শই ছেলে রইছুলের গাছ কর্তন, খড়ের (পলের) ঢিবিতে অগ্নিসংযোগ, ঘরের দরজায় তালা লাগানোসহ বিভিন্ন ধরনের অত্যাচার করে আসছে। এছাড়া মসজিদের মুয়াজ্জিন সফিকুল ইসলাম তার ৪ ছেলের মধ্যে বড় ছেলে রফিকুল ইসলাম ও ৩য় ছেলে রইছুল ইসলামকে সম্পূর্ণভাবে জমিজমা থেকে বঞ্চিত করে। সমস্ত সম্পত্তি তার স্ত্রী কছিরন বেগমকে ২৪ শতক, ২য় ছেলে আব্দুর রশিদের নামে ২৭ শতক, সব ছোট ছেলে আব্দুর রাজ্জাকের নামে ২৫ শতক ও মেয়ে সাহেরা বেগমের নামে ৫ শতক জমি দলিল করে দিয়ে পারবারিক কোন্দলের বীজ বপন করে। সেই সাথে রাজ্জাক ও রইছুল ১৪ লক্ষ টাকা ব্যয়ে যৌথভাবে বিল্ডিং ঘর নির্মান করলেও ওই ঘর থেলে রইছুলকে উৎখাত করে অন্য ছেলেকে ঢুকানোর পায়তারা করছেন। এব্যাপারে সফিকুল ইসলামের আপন ভাই আজিজার রহমান সুপারের সাথে কথা হলে তিনি বলেন, রইছুলের নামে করা মামলা টি সম্পূর্ণ রুপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি তার জাকজকম প্রমাণ।
    উল্লেখ্য-এর আগেও পিতা সফিউল ইসলাম ছেলে রইছুলের নামে থানায় অভিযোগ করলে তা মিথ্যা প্রমাণিত হয়।

  • সুন্দরগঞ্জে এক মুষ্টি চাল সমিতির গাছ ও শাক সবজির বীজ বিতরণ

    সুন্দরগঞ্জে এক মুষ্টি চাল সমিতির গাছ ও শাক সবজির বীজ বিতরণ

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক মুষ্টি চাল সমিতির গাছ ও বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করা হয়।
    শুক্রবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাছ ও বিভিন্ন জাতের শাক সবজির বীজ বিতরণ করেন সমিতির প্রতিষ্ঠাতা ও নিজপাড়া গ্রামের মৃত নুরুন্নবী প্রামাণিকের ছেলে ঝালা চানাচুর বিক্রেতা সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সমিতির চেয়ারম্যান রাহিনুর বেগম, সাংবাদিক মোঃ আনিসুর রহমান আগুন, গ্রাম পুলিশ রেজাউল করিম। গাছের মধ্যে ছিল মেহগনি ও ইউক্লেকটাস। শাক সবজির বীজের মধ্যে ছিল, পুঁইশাক, লালশাক, লাউ, কুমড়া করলা,মুলা প্রভৃতি। পরে রামজীবন ইউনিয়নের গুচ্ছ গ্রামেও সাইফুল ইসলাম নানা জাতের তরিতরকারির বীজ বিতরণ করেন।