Author: desk

  • ডায়াবেটিস  সেবা দিবস উপলক্ষে টেষ্ট ও পরামর্শ ক্যাম্পাইন অনুষ্ঠিত

    ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে টেষ্ট ও পরামর্শ ক্যাম্পাইন অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    নগরীর ইপিজেড থানার সামনে চট্রগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ইপিজেড শাখার উদ্যোগে জাতীয় অধ্যাপক ডা, মোঃ ইব্রাহিম এর ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডায়াবেটিক সেবা দিবসে বিনামূল্যে টেষ্ট ও পরামর্শ ক্যাম্পাইন আজ মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
    ক্যাম্পাইনে প্রায় ৩০০জন রোগীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা,ডায়াবেটিক টেষ্ট ও পরামর্শ এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
    এসময় প্রতিষ্ঠানের জুনিয়র এসেষ্টন‌ অফিসার মোঃ আহসান উল্লাহ, স্বাস্থ্য সহকারী মিসেস রুমা নন্দী,মিষ্টার রাজু দে সহ স্থানীয় স্ংগঠকরা উপস্থিত ছিলেন।

  • নির্বাচনী এলাকাকে বঙ্গবন্ধুর আদর্শের পথ ধ‌রে এ‌গি‌য়ে নি‌য়ে যেতে চান সদস্য প্রার্থী আরজুনা

    নির্বাচনী এলাকাকে বঙ্গবন্ধুর আদর্শের পথ ধ‌রে এ‌গি‌য়ে নি‌য়ে যেতে চান সদস্য প্রার্থী আরজুনা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়ম‌নিসং‌হে জেলা পরিষদ নির্বাচনে মহিলা সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তরুণ নারী নেত্রী, সদ্য বিদায়ী জেলা পরিষদ সদস্য ও সাবেক ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য আরজুনা কবির। আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত থেকে দীর্ঘ দিন সর্বস্তরের জনগণের পাশে থেকে সেবায় নিয়োজিত থেকেছেন তিনি। সততা, মেধা, দলের জন্যে সার্বক্ষণিক পরিশ্রম ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার সক্রিয়তাই তাকে জনপ্রিয় করে তুলেছেন। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী, মেধাবী ও উদীয়মান নেত্রী হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

    ময়মনসিংহের সাবেক বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক জনবান্ধব ও জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আব্দুল কাদির (কাদু) সাহেবের পুত্রবধু আরজুনা কবির। তার স্বামী হুমায়ুন কবির ভূট্রো বয়ড়া ও দিগারকান্দা এলাকার একজন জনবান্ধব রাজনিতিবিধ। তার পিতা আশরাফ আলী প্রধান ছিলেন একজন শিক্ষক। স্কুল জীবন থে‌কেই আওয়ামী ছাত্র রাজনী‌তি‌তে জ‌ড়িত হ‌য়ে প‌রেন আরজুনা কবির। বর্তমা‌নে তি‌নি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

    তরুণ নারী নেত্রী আরজুনা কবির তার নেতৃ‌ত্বে জেলার প্রতিটি উপ‌জেলার প্রতি‌টি ইউ‌নিয়‌নে ইউ‌নিয়‌নে তরুণ নেতৃ‌ত্বের ঘা‌টি তৈ‌রি ক‌রে‌ছেন। তরুণ ও মেধাবীদের ‌নি‌য়ে স্বেচ্ছাসেবক লীগের রাজনী‌তিকে এ‌গিয়ে নেওয়ার পাশাপাশি জনপ্রতিনিধি হিসাবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ড কে এগিয়ে নিচ্ছেন। উন্নয়ন কর্মকাণ্ড কে অব্যাহত রাখতে আবারও তিনি জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী হিসাবে তার নির্বাচনী এলাকায় দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর আগে প্রতিটি দুর্যোগ আর যে কোন বিপদে মানুষের পাশে থাকায় আসন্ন নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি।

    নির্বাচনী এলাকার গৌরীপুর ও তারাকান্দা উপজেলার কয়েকজন চেয়ারম্যান ও ইউপি সদস্য ব‌লেন, যে কোন শ্রেণি পেশার মানুষ খুব সহজেই আরজুনা কবির এর সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগিসহ মনের ব্যাথা বেদনার কথা বলতে পারেন। অসাধারণ কর্মদক্ষতা তাকে তৃনমুলের ভোটারদের কাছে অসম্ভব জনপ্রিয় করে তুলেছেন। তাকে আবারও জেলা পরিষদ সদস্য প‌দে আশা কর‌ছে মানুষ।

    আরজুনা কবির এ প্রতি‌বেদককে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ রেখে গেছেন সেই পথ ধরেই এগিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা এ দে‌শের মানু‌ষের উন্নয়‌নে কাজ ক‌রে যা‌চ্ছেন। উন্নয়ন শহর কেন্দ্রীক নয়, একেবারে তৃণমূল থেকেই উন্নয়ন করে আসছেন তি‌নি। দেশের মানুষের যে অবস্থা তা একযুগ আগেও এমন ছিলনা, এটা হলো বাস্তবতা। কিন্তু সে পরিবর্তন আনতে পেরেছেন প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের চাকা সচল রেখে উন্নয়ন কর্মকাণ্ড কে এগিয়ে নিতে আবারও সুযোগ চাই। আশা করছি ভোটারদের সমর্থন আমাকে আবারও সদস্য পদে বিজয়ী করে দায়িত্ব পালনে সহায়তা করবে। যদি
    দা‌য়িত্ব ভার পাই তাহ‌লে বঙ্গবন্ধু আদর্শের পথ ধ‌রে সামনের দিকে এগিয়ে যা‌বো ইনশাআল্লাহ।

  • গাজীপুরের পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান আইউব আলী ফাহিম

    গাজীপুরের পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান আইউব আলী ফাহিম

    গাজীপুর প্রতিনিধি।।

    মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর পূবাইলের বিশিষ্ট শিল্পপতি লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জনাব,আইউব আলী ফাহিম, সদ্য যোগদানকৃত জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

    এসময় আইউব আলী ফাহিম পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বের প্রশংসা করেন এবং তার নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    এ সময় জিএমপির অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • পটিয়ায় ইয়াবাসহ ছাএলীগ নেতা গ্রেফতার

    পটিয়ায় ইয়াবাসহ ছাএলীগ নেতা গ্রেফতার

    মহিউদ্দীন চৌধুরী।

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় ১৪শ পিচ ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে। তারা হলেন- পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২২) ও সহযোগী খুলনা জেলার মো. আবু হানিফের পুত্র আশরাফুল ইসলাম প্রকাশ শাওন (২২)।

    মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করেন। ঘটনাস্থল থেকে পালিয়েছে উজিরপুর এলাকার মৃত বাবুল উদ্দিনের পুত্র নাঈম উদ্দিন (২৪) ও পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার মো. কালামের পুত্র মো. ফাহিম (২৫)। আলভী পৌরসভার ৪নং ওয়ার্ডের ঠিকাদার গাজী মো. মফিজের পুত্র।
    জানা গেছে, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী মো. আলভীসহ ৪জন ইয়াবা পাচারের খবর পেয়ে একদল পুলিশ ছুঁটে যান।এক পর্যায়ে পটিয়া থানার উপ-পরিদর্শক ছৈয়দ মো. আসাদুজ্জামানকে দেখতে পেয়ে ছাত্রলীগ নেতা আলভীসহ ৪জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ আলভী ও আশরাফুল ইসলামকে পুলিশ আটক করতে সক্ষম হয়।পরে তাদের স্বীকারোক্তি মতে নাঈম ও ফাহিমের নাম পাওয়া যায়।

    পটিয়া থানার উপ-পরিদর্শক মো. ছৈয়দ আসাদুজ্জামান জানিয়েছেন, ১৪শ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতারের ঘটনায় থানায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

    পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক অজয় শীল জানিয়েছেন, ইয়াবাসহ যুগ্ম আহবায়ক গ্রেফতারের ঘটনাটি দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। শীঘ্রই আলভীর রিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

  • জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে উত্তম কুন্ডু

    জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে উত্তম কুন্ডু

    এইচ এম রাজিব।

    দিন যত যাচ্ছে জেলা পরিষদ নির্নাচনের তারিখ ততই ঘনিয়ে আসছে। আগামী ১৭ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে জেলা পরিষদ সদস্য পদে সাবেক সফল জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছে বলে শোনা যাচ্ছে।

    এবারের নির্বাচনে প্রার্থী হতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে তারা হলেন সাবেক সফল জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক উত্তম কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুমার কুন্ডু, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল, কসবামাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, কসবামাজাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়াদ্দার।

    এদের মধ্যে উত্তম কুন্ডু জেলা পরিষদের গত মেয়াদ সুনাম ও দক্ষতার সাথে শেষ করায় এবং নম্র ভদ্র ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিতি থাকায় তার পক্ষে জনসন্তোস রয়েছে বলে মনে করেন উপজেলার বেশ কিছু মানুষ। তাই এবারের মনোনয়ন দৌড়ে হয়তো তিনি সফল হবেন বলে ধারনা করা হচ্ছে।

    এ ব্যাপারে উত্তম কুন্ডু বলেন, দলের সিদ্ধান্তই চুরান্ত সিদ্ধান্ত। আমার নেতা মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম গতবার আমার উপর যে আস্থা রেখেছিলেন তা বজায় রাখতে কাজ করে চলেছি। আশা করি আমার কাজের সূফল হিসেবে এবারেও আমিই মনোনয়ন পাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।

    আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছায়, ১৯-২১ সেপ্টেম্বর আপিল দায়ের, ২২-২২ সেপ্টেম্বর আপিল নিস্পত্তি, ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্ধ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। এ নির্বাচনে পাংশা উপজেলার মোট ভোটার ১৭৭ জন এদের মধ্যে ২ মারা যাওয়ায় ভোটার সংখ্যা ১৪৪ জন। এদের মধ্যে ৩৫ জন নারী ভোটার এবং ১০৯ জন পুরুষ ভোটার।

  • জয়পুরহাটে ২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

    জয়পুরহাটে ২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়য়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৫ বেতল ফেন্সিডিলসহ মো. হাসানুল ইসলাম ওরফে হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পরহাট জেলা (গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের সদস্যরা।

    বুধবার(০৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর দিকনির্দেশনায় জেলা জুড়ে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের রতনপুর বাজার এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

    আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনুর উত্তরপাড়া গ্রামের আঃ রহমানের ছেলে মো.হাসানুল ইসলাম ওরফে হাসান।

    আটককের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান,পুলিশ সুপারের দিকনির্দেশনায় প্রতিদিনের বুধবার বিকেলে পাঁচবিবি উপজেলায় মাদক নির্মূল বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৫ বোতল ফেন্সিডিলসহ হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে দ্রুত আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

  • হবিগঞ্জে লোকাল গভন্যান্স সাপোর্ট প্রজেক্ট -৩ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা

    হবিগঞ্জে লোকাল গভন্যান্স সাপোর্ট প্রজেক্ট -৩ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা

    হবিগঞ্জ প্রতিনিধি।।
    “লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট -৩ (এলজিএসপি-৩) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি; প্রকল্পের সাফল্যগাথা ও অর্জনসমূহ প্রকাশ ও প্রচারে উৎসাহিত করা; স্থানীয় সরকার প্রতিষ্ঠান কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতা ও বরাদ্দের সুষম বন্টন নিশ্চিতকরণে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ; লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট ৩ (এলজিএসপি-৩) এর অর্জনসমূহ টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণের ভবিষ্যৎ করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়ন” বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ০৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এর সভাকক্ষে এ সভা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার বিজেন ব্যানার্জি।

    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, প্রমুখ।

    এসময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি এবং সভাপতি তাদের বক্তৃতায় জানান যে, “এলজিএসপি-৩ প্রকল্পের অর্থ সঠিক ভাবে ব্যবহার করতে হবে এবং কোনো প্রকল্পেই কোন অনিয়মের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না”।

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।

  • পুঠিয়ায় ধর্ষণ মামলায় পৌর মেয়র আল মামুন আটক

    পুঠিয়ায় ধর্ষণ মামলায় পৌর মেয়র আল মামুন আটক

     

    পুঠিয়া( রাজশাহী)  প্রতিনিধিঃ 

    পুঠিয়া পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।

    বুধবার সকালে বরগুনা জেলার সদর থানা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে পুঠিযা থানার অফিসার ইনচার্জ তদন্ত জানান, কলেজ ছাত্রীর ধর্ষণ মামলর পর থেকে তিনি পালাতক ছিলেন।

    আমরা আমাদের সোর্সের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটকের অভিযান পরিচালনা করি।

    এসময় আমারা বরগুনা সদর থানা পুলিশের সহযোগিতা সদর থানা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হই। এর আগে পুঠিয়া উপজেলার সদরের রাজশাহী কলেজের এক শিক্ষার্থী এজাহারে জানিয়েছেন, গত বছর স্বামীর সাথে বনিবনানা হওয়ায় তিনি তালাকের জন্য মেয়রের সাথে দেখা করেন। সেই সময় থেকে মেয়র মামুন তার দায়িত্ব নেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় একধিকবার ধর্ষণ করেন।

    মামলা দায়েরের পর পুলিশ ভুক্তভোগি শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গত সোমবার দুপুরে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

    আটক পৌর মেয়র আল মামুনের পরিবারের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে তাকে হয়রানি উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে।

    এছাড়াও মেয়রের পরিবার বিষয়টির সঠিক তদন্তে দাবি করেন। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত বলেন, আটক আসামীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে বলে এ কর্মকর্তা জানান।#

    মাজেদুর  রহমান (মাজদার) 

    পুঠিয়া রাজশাহী।

  • সুন্দরগঞ্জে কৃষকলীগ নেতা মিনুর মৃত্যু

    সুন্দরগঞ্জে কৃষকলীগ নেতা মিনুর মৃত্যু

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক কৃষক লীগ নেতার মৃত্যু খবর পাওয়া গেছে।
    পারিবারিক সূত্রে জানা গেছে,রামজীবন ইউনিয়নের কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান খন্দকার মিনু (৫০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজেউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে যান। বুধবার যোহর বাদ নামাযে জানাজা শেষে তাকে তার পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় দলমত নির্বিশেষে সকলে অংশ নেন। এসময় দলীয় নেতাকর্মীরা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার আত্নার মাগফেরাত কামনা করেন।

  • জয়পুরহাটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজন আটক

    জয়পুরহাটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজন আটক

    নিরেন দাস।

    র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় জাল নোটসহ জাল মুদ্রা তৈরি ও সরবরাহকারী সিন্ডিকেটের অন্যতম দুইজন কে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে জেলার আক্কেলপুর উপজেলার ঠেঙ্গাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার আলতাফনগর গ্রাম এলাকার মৃত.আবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০) ও একই উপজেলার বোড়াই গ্রাম এলাকার আফজাল হোসেনের ছেলে (২৫) রবিউল ইসলাম।

    বুধবার সকালে আটককের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,বাজারে কেনাকাটার মাধ্যমে দেশীয় জাল টাকা ছড়িয়ে দিতে একটি চক্র কাজ করে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ লাখ টাকার সমপরিমাণ ৫০০ ও ১০০ টাকার দেশীয় জাল নোট ও জাল মুদ্রা তৈরি ও সরবরাহকারী সিন্ডিকেটের অন্যতম দুইজন সদস্যকে বিপুল পরিমাণ জালসহ আটক করা হয়।

    র‍্যাব আরও জানাই আটককৃতরা র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে জাল মুদ্রা তৈরিসহ জাল টাকার ব্যবসা করে আসছিলেন।

    পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মামলায় একটি মামলা দায়ের করা হয়েছে।