চুরখাই বাজারে জাতীয় পার্টির উদ্যোগে এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকি পালন।

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চুড়খাই বাজারে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ভাবখালী ইউনিয়ন জাতীয় পার্টির পক্ষ থেকে ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক শহিদুল ইসলাম ফকিরের আয়োজনে বিকাল ৫:০০টায় চুড়খাই বাজারে অবস্থিত ভাবখালী ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে মিলাদ,দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

এসময় ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ডাঃ মাহফুজুর রহমানের পরিচালনায় মিলাদ ও দোয়া পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় পল্লীবন্ধ এরশাদের রাষ্ট্র পরিচালনার সফলতা ও বিভিন্ন উন্নয়নকর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন- ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাপা নেতা রমজান আলী, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালেক মাষ্টার,৫নং ওয়ার্ডের সভাপতি জসিম উদ্দিন মেম্বার,৯নং ওয়ার্ডের সভাপতি মকবুল হোসেন,৭নং ওয়ার্ডের সভাপতি মাইন উদ্দিন, ৮নং ওয়ার্ডের সভাপতি খোকন মিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ বলেন-দীর্ঘ ৯ বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেয়া কার্যক্রম ও সংস্কারমূলক কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে।

উল্লেখ্য, ১৯৩০ সালে ১লা ফেব্রুয়ারি কুড়িগ্রামে নানার বাড়িতে জম্ম গ্রহন করেন। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ২০১৯ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *