July 4, 2025, 5:49 pm
নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধিঃ
রানাপাশা ইউনিয়নের বাসিন্দা সবুজ (৪০) নামে এক ব্যক্তিকে (৩ জুলাই ২০২৫) দুপুর ২ টার দিকে ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলকায়, সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। জানা গেছে, নাচনমহল ইউনিয়নের সোহরাব ও শামীমসহ আরও কয়েকজন দুর্বৃত্ত আজ দুপুরে সবুজের ওপর অকর্তৃত্বভাবে হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সবুজের সঙ্গে সোহরাব ও শামীমের বিগত কিছুদিন ধরে একটি গ্রিল ওয়ার্কশপ ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। সেই পুরনো দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
হামলার সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড ব্যবহার করে সবুজকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সবুজকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন।
সবুজের পরিবার ও এলাকাবাসী এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।