July 14, 2025, 9:48 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চট্টগ্রামে ‘নীরব ঝড়’ মোকাবেলায় প্রশাসনের টেকসই রূপরেখা বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-বাহিনীর যৌথ অভি-যানে ইয়া-বা ও বিদেশী অ-স্ত্র, গু-লিসহ ১ জন আট-ক তারেক-খালেদা জিয়াকে ক-টূক্তির প্রতি-বাদে ময়মনসিংহ মেডিকেলে ড্যাবে ও ছাত্রদলের বিক্ষো-ভ কর্মসূচি নীলফামারী আদালতে ৭টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দায়ের আশুলিয়ায় অপহ-রণের পর শিশুকে গ-লাকেটে হ-ত্যা ২৪ ঘন্টার মধ্যে হ-ত্যাকারী গ্রে-ফতার ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খ-লা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা নগরীর রাজাগঞ্জে ভ্রাম্যমানে ব্যাবসায়ীকে ৫০ হাজার জরি-মানা পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দে’র পদত্যা-গের দাবিতে লিফলেট বিতরণ ও প্রতি-বাদ বিএনপি নেতার বিরু-দ্ধে দলীয় প্রভাব খাটিয়ে জমি দ-খল, মা-মলা হাম-লার প্রতি-বাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরো-ধে সুষ্ঠ বিচা-র পাওয়ার দাবি-তে সংবাদ সম্মেলন
রাজবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হলেন শাহ্ নাজিম উদ্দিন

রাজবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হলেন শাহ্ নাজিম উদ্দিন

নেছারাবাদ (স্বরূপকাঠি), পিরোজপুর:

নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজবাড়ী ডিগ্রি কলেজের নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষানুরাগী শাহ্ নাজিম উদ্দিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ তাকে সভাপতি ও সিফাত কামাল (এল.এল.বি, এম.বি.এ) কে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করেন।

শাহ্ নাজিম উদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিনের সুযোগ্য সন্তান।
১৯৯৪ সালে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ব্যাসকাঠি গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে কলেজটি প্রতিষ্ঠা করেন ফকির নাসির উদ্দিন। পুরো উপজেলায় মোট ৮টি কলেজ রয়েছে, যা ১০টি ইউনিয়নের ১৩৭টি গ্রামের প্রায় ২ লাখ ১২ হাজার মানুষের জন্য শিক্ষার আলো জ্বালাতে কাজ করছে। এর মধ্যে রাজবাড়ী ডিগ্রি কলেজ একটি বিশেষ স্থান দখল করে আছে।

প্রতিষ্ঠার শুরু থেকেই এই কলেজটি আশেপাশের প্রায় পাঁচটি ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হয়। ধারাবাহিকভাবে ভালো ফলাফল, শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে কলেজটির ভূমিকা প্রশংসনীয়। এখানকার অনেক শিক্ষার্থী এখন স্বনির্ভর, কর্মসংস্থান তৈরি করছে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সফলতার সাথে দায়িত্ব পালন করছে।
শুধু কলেজই নয়, ফকির নাসির উদ্দিন শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখেছেন। তিনি এগারগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, একটি ভোকেশনাল স্কুল, পাটিকেলবাড়ী দরগাহ শরীফ দাখিল মাদরাসা ও একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন।

নবনির্বাচিত সভাপতি শাহ্ নাজিম উদ্দিন শিক্ষা ও কর্মজীবনে সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী। তিনি ঢাকার আইডিয়াল স্কুল থেকে এসএসসি, ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB) থেকে বিবিএ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিজিডি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তাছাড়া, তিনি দেশ-বিদেশে নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

পেশাগত জীবনে তিনি ১০ বছর ধরে বিভিন্ন কর্পোরেট ও উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন এবং পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নিজস্ব ব্যবসার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের কাজ করে থাকেন।
স্থানীয় জনগণ আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও আন্তরিক প্রচেষ্টায় রাজবাড়ী ডিগ্রি কলেজ নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আধুনিক ও গুণগত শিক্ষার এক রোল মডেলে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD