July 30, 2025, 5:30 pm
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- বৃহস্পতিবার ( ০১ মার্চ) ২০২৩ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রী আহমেদ নাসিম এর সাথে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করেন,এবং দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনা করেন।
উল্লেখ্য মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশী চিকিৎসকদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশ হতে সরাসরি চিকিৎসক নিয়োগ, নতুন চিকিৎসকদের ওরিয়েন্টেশন ও বাংলাদেশ হতে ওষুধ আমদানির করার জন্য বলেন। বাংলাদেশ হাইকমিশনার আরও বলেন বাংলাদেশী অনেক শ্রমি আছে মালদ্বীপের ভাষায় কথা বলতে পারে না, যার জন্য তারা সুচিকিৎসা নিতে পারছে না। যদি তারা তাদের নিজ ভাষায় কথা বলতে পারবে তখন তারা সুচিকিৎসা নিতে পারবে বলে মনে করেন বাংলাদেশ হাইকমিশনার।