January 15, 2025, 6:59 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর থানার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে (৫০) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত মামুনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ আল মামুন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মোহানাগ গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে।
ওসি মোহাম্মদ ফিরোজ আলম জানান, ২০১৬ সালে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়। সেই মামলায় ২০২০ সালে গোপালগঞ্জ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামুনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় মামুন পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে ঢাকার কলাবাগান থানা এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ। পরে ওই এলাকা থেকে মামুনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত মামুনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। #