July 4, 2025, 8:23 pm
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় বিচ্ছিন্ন জনপদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর। চলাচলের রাস্তা ও খালের উপর ব্রিজ না থাকায় দীর্ঘদিন যাবত দুর্ভোগ পোহাতে হচ্ছে সলঙ্গার জগজীবনপুর আলমের দহ পশ্চিম পাড়ার মানুষের। শুধু তাই নয়,লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যাবার রাস্তা পর্যন্ত নেই।
জানা গেছে, ১৯৮৮ সালে বাংলাদেশের ভয়াবহ বন্যায় সলঙ্গার জগজীবনপুর গ্রামের ভিতর দিয়ে একটি খালের সৃষ্টি হয়। পরবর্তীতে যার নাম দেয়া হয় আলমের দহ।এরপর থেকে জগজীবনপুর আলমের দহের পশ্চিমপাড়ার শতাধিক পরিবারের কয়েকশ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।এমন কি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত,কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহণ,অসুস্থ রোগীদের হাসপাতালে আনা নেয়াসহ নিত্যদিনের ভোগান্তি এই পাড়ার মানুষদের। মূল জনপদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জগজীবনপুর আলমের দহ পশ্চিমপাড়াটি।জগজীবনপুর পশ্চিমপাড়ায় বসবাসরতদের প্রাণের দাবি,আলমের দহ এর উপর একটি ব্রিজ নির্মাণের মাধ্যমে প্রধান সড়কের সাথে সংযোগ স্থাপন করা হোক।জগজীবনপুর আলমের দহ পশ্চিমপাড়ার বাসিন্দা আব্দুল করিম,রহমত আলী,আব্দুল মজিদ, মাও: মোস্তফা কামাল সহ অনেকেই জানান, একটি ব্রিজের অভাবে আমাদের যাতায়াতে এতটাই সমস্যা হচ্ছে, যা প্রকাশ করার মতো না।আমরা এই পাড়ার সকলে বহু বছর ধরে অন্যের বাড়ির উপর দিয়ে যাতায়াত করে আসছি।এতে সব সময় কোনো না কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।মানুষের কটু কথাও সহ্য করতে হয়।ব্রিজের অভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছি।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সলঙ্গা থানা শাখা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ বলেন,জগজীবনপুর পশ্চিমপাড়া একটি বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে। এখানকার মানুষদের যাতায়াতে কষ্টের কোন সীমা নেই।শিক্ষা, চিকিৎসা,কৃষি পণ্য পরিবহণ থেকে শুরু করে সকল কাজেই অসহনীয় কষ্ট ও চরম ভোগান্তি সহ্য করতে হয়।বিশেষ করে এই পাড়ার কেউ অসুস্থ্য হলে তাকে হাসপাতালে নিতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো মৃত ব্যক্তির লাশ কাঁধে নিয়ে যাওয়ার কোন অবস্থাও নেই। আলমের দহে একটি ব্রিজ নির্মাণের মাধ্যমে এখানকার মানুষের ভোগান্তির অবসান ঘটানোর জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে এলজিইডির উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ বলেন,ওই স্থান পরিদর্শন করে ব্রিজ নির্মাণের উপযোগী মনে হলে এবং খালের দু’পাশের রাস্তাটি আইডি ভুক্ত থাকলে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।