April 17, 2025, 1:24 pm
নিউজ ডেস্ক।। বরিশাল নগরীর সদর রোডের হোটেল সামস-এ স্ট্রোক করে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) জোবাইর আহমেদের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
ইন্সপেক্টর জোবাইর আহমেদ পটুয়াখালীর বাউফল উপজেলার আহম্মেদ হোসেনের ছেলে। তিনি সাতক্ষীরার কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতে একটি মামলার সাক্ষী দিতে মঙ্গলবার বরিশাল এসেছিলেন তিনি। হোটেল সামস-এ অবস্থানকালে দুপুর ১২টার দিকে জোবাইর অসুস্থ হয়ে পড়েন। তাকে উপস্থিত লোকজন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৯ এপ্রিল) ইন্সপেক্টর জোবাইর আহমেদের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।