April 17, 2025, 12:55 pm
নিউজ ডেস্ক।।
দেশব্যাপী প্রথমবারের মতো সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সবার জন্য গুণগত মানসম্পন্ন ওষুধ সহজলভ্য ও সাশ্রয়ী করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।
তিনি জানান,“প্রাথমিকভাবে এসব ফার্মেসিতে বহুল ব্যবহৃত ২৫০ প্রকার ওষুধ পাওয়া যাবে, যা বাজার মূল্যের তিন ভাগের এক ভাগ দামে বিক্রি করা হবে।”
সায়েদুর রহমান বলেন,“সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ল্যাব ও অন্যান্য সেবা থাকলেও এখন পর্যন্ত কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস ছিল না। নতুন এই ফার্মেসিগুলো সেই শূন্যতা পূরণ করবে।”
সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে এই সাশ্রয়ী ফার্মেসি চালু হবে বলে জানান তিনি। তিনি আরো জানান, রোগীদের চিকিৎসা ব্যয়ের বড় অংশই ওষুধের পেছনে খরচ হয়, যা অনেক সময় দরিদ্র পরিবারগুলোকে দারিদ্র্যসীমার নিচে নামিয়ে দেয়। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ দীর্ঘমেয়াদি অসুখে আক্রান্ত কয়েক কোটি মানুষ এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি ফার্মেসির অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে ওষুধ চুরির প্রবণতা ঠেকানো। তাই পুরো ব্যবস্থা ডিজিটাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Ezoic
বর্তমানে ইডিসিএল (Essential Drugs Company Limited) বছরে প্রায় ১,৩০০ কোটি টাকার ওষুধ সরবরাহ করে। এবার এই উৎপাদন ও সরবরাহ সক্ষমতা আরও বাড়ানো হবে, এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ বাড়াতে বাজেট বৃদ্ধি করা হবে বলেও জানান অধ্যাপক সায়েদুর রহমান।