April 16, 2025, 11:47 pm
মুন্সিগঞ্জের অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনা সভায়’মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনে দু-এক মাসের মধ্যে কাজ শুরুর চেষ্টা অব্যাহত রেখেছেন।’
আজ সোমবার মুন্সিগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
‘ঢাকার কাছের হয়েও অবহেলিত মুন্সীগঞ্জ জেলায় অল্প সময়ের মধ্যে কিছু কাজ করার জন্য কয়েকজন উপদেষ্টা, সচিবসহ আমরা সবাই সমবেত হয়েছি জানিয়ে মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে ‘ইতিমধ্যে জায়গা নির্ধারণ করা হয়ে গেছে জানিয়ে জাহাঙ্গীর আলম আরো জানান ‘মেডিকেল কলেজের কাজ শেষ করে এরপরে বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করা হবে।’
এদিকে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের কাজ তাড়াতাড়ি করা সম্ভব হবে।
আলোচনা সভায় মুন্সিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।