April 6, 2025, 5:04 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
এডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার নায়েবে আমির ও ১৫১ময়মনসিংহ-৬
ফুলবাড়িয়া আসনের এমপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সেই প্রচেষ্টায় বিশ্বায়নের যুগে দেশের উন্নয়নে মেধার বিকল্প নেই,মেধাবীরাই সমাজকে নেতৃত্ব দেবে। “আজকের মেধাবীরাই নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশের।
অধ্যক্ষ কামরুল হাসান মিলন-মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,যে স্বপ্ন তোমাদের ঘুমাতে দেয় না, সেটিই আসল স্বপ্ন। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে তোমাদের ভালো স্বপ্ন দেখতে হবে। মিথ্যা, মুখস্থ ও মাদককে না বলতে হবে। পাঠ্যপুস্তকের বাইরের বই বেশি বেশি পড়তে হবে। স্মার্টফোনের ভালোটা গ্রহণ করে খারাপটা পরিত্যাগ করতে হবে। তোমরা তরুণেরা এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে।
শনিবার (৫ এপ্রিল) সকালে শহরের ফুট প্লেজার পার্টি সেন্টারে ফুলবাড়ীয়ায় অক্সফোর্ড কোচিং সেন্টারের এসএসসি ২০২৫ ব্যাচের বিদায় এবং কোচিং সেন্টার থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে শিক্ষার্থীদের উদ্দেশ্য এসব কথা বলেন। এসময় তিনি আগামী দিনে উন্নত সমৃদ্ধ ও আধুনিক ফুলবাড়িয়া বিনির্মানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।
স্বপ্ন সাহস প্রজ্ঞা নিয়ে আগামীর পথ চলবো,অপসাংস্কৃতির বেড়াজাল ভেঙে সোনার বাংলা গড়বো এই শ্লোগানে অক্সফোর্ড কোচিং সেন্টারের পরিচালক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান।
অক্সফোর্ড কোচিং সেন্টারের সহকারী পরিচালক এহসানুল হক জিহাদ ও সাবেক শিক্ষার্থী নাঈমা জান্নাতের পরিচালনায় অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে প্রতিবছরের মত বিদায়ী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সোনার বাংলা গড়ার শপথ নিয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়।
সভাপতির বক্তব্যে অক্সফোর্ড কোচিং সেন্টারের পরিচালক ওসমান গনি বলেন, ‘ঘুমিয়ে স্বপ্ন দেখলে জীবনে কখনো লক্ষ্যে পৌঁছানো যাবে না। যে স্বপ্ন ঘুমাতে দেয় না, সেটিই আসল স্বপ্ন। তোমাদের ভালো স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়নে ভালো পড়াশোনার বিকল্প নেই। আবার শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না, সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ এবং সোনার বাংলা গড়তে ভালো মানুষও হতে হবে। ’ওসমান গণি আরো বলেন, ‘এখন স্মার্টফোন আর ইন্টারনেট থাকলে পুরো পৃথিবী দেখা যায়। স্মার্টফোনের ভালো-খারাপের ব্যবহার আছে। তোমাদের স্মার্টফোনের ভালোটা নিতে হবে আর খারাপটা পরিহার করতে হবে। তাহলে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে। নিজে একা শুধু এগিয়ে গেলে চলবে না, পিছিয়ে পড়াদের এগিয়ে নিতে হবে। ’ এ সময় উপস্থিত প্রধান অতিথিসহ আমন্ত্রীত অতিথিবৃন্দ শিক্ষার্থী অভিভাবকেরা সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান।
অক্সফোর্ড কোচিং সেন্টারটি আদর্শ ও মেধাবী
সমাজ বিনির্মাণে দীর্ঘ বছর ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই মেধাবী সংবর্ধনাও তার একটি উজ্জ্বল উদাহরণ। অনুষ্ঠানের আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে এসে মিলিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।