April 9, 2025, 6:14 am
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং উৎসব। এই কারণে প্রত্যেক শ্রেণী-পেশার মুসলমানগণ বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারিগণ ছুটিতে নিজ বাড়ীতে পরিবারের সঙ্গে ভাগাভাগি করে ঈদের আনন্দ উপভোগ করে থাকেন। কিন্তু ধামইরহাট পরিবার পরিকল্পনা দপ্তরের মহাপরিচালকের নির্দেশে জনসেবার উদ্দেশ্যে ধামইরহাট দপ্তরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিক্যাল অফিসার, উপসহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যান সহকারি ও কর্মচারিগণ ঈদের ছুটি ত্যাগ করে উপজেলার পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্রগুলো চালু রেখে সেবা দিয়ে যাচ্ছে। ২৮ মার্চ ২০২৫ থেকে ঈদের ছুটি চলমান থাকলেও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সেবা কেন্দ্রগুলোতে গর্ভকালীন সেবা,প্রসব সেবা,প্রসব পরবর্তী সেবা,কিশোর -কিশোরী সেবা,পরিবার পরিকল্পনা সেবা ইত্যাদি সেবা চালু রেখেছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, “নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম এবং সহকারি পরিচালক শামিমা আকতারের তত্বাবধানে সেবা কার্যক্রমগুলো চলছে।”
সেবা গ্রহীতা জগদল গ্রামের আফরুজা বলেন, “ছুটির দিনে আমি রোগী নিয়ে চিন্তিত ছিলাম, প্রসূতি সেবা পেয়ে আমি খুবই মুগ্ধ। এবং সেবা প্রদানকারিদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
আবুল বয়ান ।।