January 20, 2025, 9:06 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড মুন্সীগঞ্জে পঞ্চসারে ডিঙাভাঙ্গায় মোটরসাইকেলে এসে যুবকের পায়ে গুলি করে পালালো দুর্বৃত্তরা সুন্দরগঞ্জে শিক্ষকের কাছে চাঁদাদাবীর মামলায় শাস্তির দাবিতে মানববন্ধন মাদক মুক্ত সুস্থ দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই: অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউছুফ আলী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে প্রতিবন্ধী মামুনের একমাত্র সম্বল অটোরিক্সা হারিয়ে না খেয়ে দিন কাটাচ্ছে পরিবার  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ময়মনসিংহ ইজিবাইকচালকদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা পটিয়ায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অর্ধশতাধিক শ-হীদ, ৬ লা-শ পো-ড়ানো-একাধিক মামলার আসামী জলিল সায়েব আলী
ময়মনসিংহ ইজিবাইকচালকদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা

ময়মনসিংহ ইজিবাইকচালকদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে যানজট কমাতে অটোরিকশা চলাচলের জন্য সড়ক নির্ধারণ করার প্রতিবাদে যান চলাচল বন্ধ রেখে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে চালক ও মালিকেরা। এতে রবিবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত নগরে ইজিবাইক না চালানোর ফলে
চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে নগরের ‘রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে’ প্রতিবাদ সমাবেশ করে
বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করে তাদের দাবী বাস্তবায়নে ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ এর কাছে স্মারকলিপি দিয়েছেন ‘ইজিবাইকচালকরা

এর আগে ইজিবাইকের কাগজপত্রের ফটোকপি জমা দিয়ে কে কোন এলাকায় গাড়ি চালাবেন, তা জানাতে গত বৃহস্পতিবার পর্যন্ত শেষ সময় নির্ধারণ করে দেয় ময়মনসিংহ সিটি করপোরেশন।

এসময় চালকরা সিটিকরপোরেশন এর দেওয়া এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে অনুমতির দাবি জানান।

তবে ইজিবাইকচালকেরা বলছেন, অটোপ্রতি ৮ হাজার টাকা খরচ করে লাইসেন্স করার পরেও নগরীর গাঙ্গিনাড় পাড়সহ কিছু গুরুত্বপুর্ণ এলাকায় প্রবেশ করতে না দেওয়া প্রশাসনের এমন সিদ্ধান্তে যাত্রী পাচ্ছেন না তাঁরা। এতে প্রায় ৮ হাজার ইজিবাইকচালকের পথে বসার উপক্রম হয়েছে।

ইজিবাইকচালকরা বলেন, রাজনীতি নয়, আমরা পেটনীতিতে বিশ্বাসী। আমরা কেন রাজনীতির শিকার হলাম? আমাদের কেন অটো চলাচল বন্ধ করতে হলো?’

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় চালকেরা আন্দোলন করেছেন। পরে তাঁরা সড়ক থেকে সরে যান।

ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, ‘ইজিবাইকচালকেরা আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন রয়েছে। দেখা যাক কী হয়, আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া বলেও জানান তিনি।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন সড়কে অন্তত ছয় হাজার ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু ছয়টি পথে (রুটে) চলাচল করতে পারবেন এসব যানের চালকেরা। এগুলো হলো শম্ভুগঞ্জ থেকে ম্যুরালসংলগ্ন নদীর পাড়ের রাস্তা হয়ে টাউন হল হয়ে রহমতপুর; চরপাড়া মোড় ভায়া দিঘারকান্দা বাইপাস মোড় থেকে আকুয়া বাইপাস মোড় থেকে রহমতপুর বাইপাস মোড়; বাদেকল্পা ভায়া সানকিপাড়া হয়ে বাউন্ডারি রোড দিয়ে পূরবী সিনেমা হল; খাগডহর ঘুণ্টি ভায়া টাউন হল মোড় হয়ে জিলা স্কুল বাউন্ডারি রোড দিয়ে পূরবী সিনেমা হল; কৃষি বিশ্ববিদ্যালয় থেকে রেললাইনের পাশের রাস্তা হয়ে তাজমহল স্টেশন; দাপুনিয়া থেকে
জিলা স্কুল, টাউন হল মোড় হয়ে রহমতপুর পর্যন্ত সড়ক। এলাকাভেদে ইজিবাইকচালকদের লাইসেন্স নেওয়ার নির্ নির্দেশনাসহ ইজিবাইকের কাগজপত্রের ফটোকপি জমা দিয়ে কে কোন এলাকায় গাড়ি চালাবেন, তা জানাতে গত বৃহস্পতিবার পর্যন্ত শেষ সময় বেধে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD