August 8, 2025, 12:25 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে যানজট কমাতে অটোরিকশা চলাচলের জন্য সড়ক নির্ধারণ করার প্রতিবাদে যান চলাচল বন্ধ রেখে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে চালক ও মালিকেরা। এতে রবিবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত নগরে ইজিবাইক না চালানোর ফলে
চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের।
রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে নগরের ‘রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে’ প্রতিবাদ সমাবেশ করে
বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করে তাদের দাবী বাস্তবায়নে ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ এর কাছে স্মারকলিপি দিয়েছেন ‘ইজিবাইকচালকরা
এর আগে ইজিবাইকের কাগজপত্রের ফটোকপি জমা দিয়ে কে কোন এলাকায় গাড়ি চালাবেন, তা জানাতে গত বৃহস্পতিবার পর্যন্ত শেষ সময় নির্ধারণ করে দেয় ময়মনসিংহ সিটি করপোরেশন।
এসময় চালকরা সিটিকরপোরেশন এর দেওয়া এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে অনুমতির দাবি জানান।
তবে ইজিবাইকচালকেরা বলছেন, অটোপ্রতি ৮ হাজার টাকা খরচ করে লাইসেন্স করার পরেও নগরীর গাঙ্গিনাড় পাড়সহ কিছু গুরুত্বপুর্ণ এলাকায় প্রবেশ করতে না দেওয়া প্রশাসনের এমন সিদ্ধান্তে যাত্রী পাচ্ছেন না তাঁরা। এতে প্রায় ৮ হাজার ইজিবাইকচালকের পথে বসার উপক্রম হয়েছে।
ইজিবাইকচালকরা বলেন, রাজনীতি নয়, আমরা পেটনীতিতে বিশ্বাসী। আমরা কেন রাজনীতির শিকার হলাম? আমাদের কেন অটো চলাচল বন্ধ করতে হলো?’
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় চালকেরা আন্দোলন করেছেন। পরে তাঁরা সড়ক থেকে সরে যান।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, ‘ইজিবাইকচালকেরা আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন রয়েছে। দেখা যাক কী হয়, আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া বলেও জানান তিনি।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন সড়কে অন্তত ছয় হাজার ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু ছয়টি পথে (রুটে) চলাচল করতে পারবেন এসব যানের চালকেরা। এগুলো হলো শম্ভুগঞ্জ থেকে ম্যুরালসংলগ্ন নদীর পাড়ের রাস্তা হয়ে টাউন হল হয়ে রহমতপুর; চরপাড়া মোড় ভায়া দিঘারকান্দা বাইপাস মোড় থেকে আকুয়া বাইপাস মোড় থেকে রহমতপুর বাইপাস মোড়; বাদেকল্পা ভায়া সানকিপাড়া হয়ে বাউন্ডারি রোড দিয়ে পূরবী সিনেমা হল; খাগডহর ঘুণ্টি ভায়া টাউন হল মোড় হয়ে জিলা স্কুল বাউন্ডারি রোড দিয়ে পূরবী সিনেমা হল; কৃষি বিশ্ববিদ্যালয় থেকে রেললাইনের পাশের রাস্তা হয়ে তাজমহল স্টেশন; দাপুনিয়া থেকে
জিলা স্কুল, টাউন হল মোড় হয়ে রহমতপুর পর্যন্ত সড়ক। এলাকাভেদে ইজিবাইকচালকদের লাইসেন্স নেওয়ার নির্ নির্দেশনাসহ ইজিবাইকের কাগজপত্রের ফটোকপি জমা দিয়ে কে কোন এলাকায় গাড়ি চালাবেন, তা জানাতে গত বৃহস্পতিবার পর্যন্ত শেষ সময় বেধে দেওয়া হয়।