January 22, 2025, 2:04 am
মোঃ আনিসুর রহমান, আগুন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিআরডিবি’র আওতাধীন সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বিশেষ সাধারণ সভা ও ব্যবস্হাপনা কমিটির নির্বাচন-২০২৪ ইং এর নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়ছে।
বৃহস্পতিবার দুপুরে বিআরডিবির অফিস কার্যালয়ে এ ফলাফল ঘোষনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আতাউর রহমান এবং সার্বিক সহযোগিতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম।
উপজেলা বিআরডিবি’র ব্যবস্হাপনা কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ মোঃ ইফতেখার হোসেন পপেল। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ওমর ফারুক । এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাইদুল ইসলাম,জয়নাল আবেদিন, মাশরাফুল ইসলাম, মমিনুল ইসলাম, তাহেরা বেগম।
এসময় উপস্হিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আহমেদ,সদস্য সচিব মাহামুদুল ইসলাম প্রামানিক,পৌর বিএনপি’র আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন,সদস্য সচিব মিজানুর রহমান লিপু, সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল,পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল,যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম,বিএনপি নেতা আতাউর রহমান,যুবদলের সদস্য সচিব আলম জামান মিন্টু,পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান রিয়েল,সদস্য সচিব হারুনর রশীদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নব নির্বাচিত চেয়ারম্যান বলেন,সুন্দরগঞ্জ উপজেলা বিআরডিবি বর্তমানে তলাবিহীন ঝুঁড়ির মত অবস্থায় রয়েছে। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন আমি যেন বিআরডিবি’র এই তলাবিহীন ঝুঁড়ির বদনাম ঘুচাইতে কাজ করতে পারি।