October 15, 2024, 1:07 am
তৈয়ব আলী,খুলনা।।
বিচারবহির্ভূত হত্যাকান্ড ও মব- ইনজাস্টিস সংযোগ ও হামলা বন্ধের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় এর কল্যাণ সংস্থার সভাপতি তেমিয়ো চাকমা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিটু চাকমার সঞ্চালনায় খুলনার শিববাড়ি মোর চত্বরে আজ শুক্রবার বিকাল পাঁচটায় খুলনা ভার্সিটির সকল আদিবাসী ছাত্র-ছাত্রী মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন আমরা তো বাংলাদেশেরই মানুষ তাহলে কেন নির্যাতন করা হচ্ছে আমাদের প্রতি। বিগত শেখ হাসিনা জালিম সরকারের আমলে যে চিত্রগুলি আমরা দেখেছিলাম আজ ভর্তি কালীন সরকারের একটু আমরা দেখতে পাচ্ছি। এই নির্যাতন থেকে আমরা কবে মুক্তি পাবো। এ সময় খুলনা ভার্সিটির সকল আদিবাসী ছাত্রছাত্রী ও শিক্ষক গন উপস্থিত ছিলেন।