February 15, 2025, 4:47 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় এক হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে অবৈধভাবে নির্মাণ করা স্পিডবোর্টের অফিস ঘর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানাযায়, উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ ফেরীঘাট এলাকায় স্বর্গীয় শংকর দত্ত ও শুধাংশ দত্তদের পৈত্রিক সম্পত্তিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল হিন্দু এ পরিবারের সম্পত্তিতে অবৈধভাবে স্পিডবোর্টের একটি টিনের অফিস ঘর নির্মাণ করে সেখানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একটি ছবি টানিয়ে প্রায় এক বছর ধরে দখল করে রেখেছিল। এ বিষয়ে স্বর্গীয় শংকর দত্তের স্ত্রী মুক্তা দত্ত জানান, অনুমতি না নিয়েই সম্পুর্ণ অবৈধভাবে আমাদের সম্পত্তিতে টিনের ঘর নির্মাণ করে স্থানীয় প্রভাবশালী একটি মহল স্পিডবোর্টের অফিস করে। আমরা সংখ্যালঘু পরিবারের লোক হওয়ায় ঘর নির্মাণকরা দখলকারীদের বিরুদ্ধে কোন কথা বলতে পারছিলাম না। তাই আমাদের এ সম্পত্তি থেকে অবৈধভাবে নির্মাণ করা স্পিডবোর্টের অফিস ঘর সরিয়ে নেবার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পরে অভিযোগ পেয়ে গত বুধবার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও সুজানগর থানার ওসি জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে অবৈধভাবে স্পিডবোর্টের অফিস ঘর নির্মাণকারীদের ওই ঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়। প্রশাসনের নির্দেশনা মোতাবেক সোমবার ভোরে হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে অবৈধভাবে নির্মাণ করা এ স্পিডবোর্টের অফিস ঘর সরিয়ে নিয়ে যায় ঘর নির্মাণকারী স্থানীয় প্রভাবশালী মহল । এদিকে হিন্দু পরিবারের ওই সম্পত্তি থেকে অবৈধভাবে নির্মাণ করা স্পিডবোর্টের অফিস ঘর দ্রুত সরিয়ে ফেলা ও জায়গাটি দখলমুক্ত করায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন ওই জমির মালিক শুধাংশ দত্ত ও মুক্তা দত্ত ।উল্লেখ্য গত সপ্তাহে সুজানগরের নাজিরগঞ্জে সংখ্যালঘুর জমি দখল করে অবৈধভাবে স্পিডবোটের অফিস ঘর নির্মাণ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই প্রশাসন সংখ্যালঘুর জমি থেকে অবৈধভাবে স্পিডবোটের অফিস ঘর সরানোর পদক্ষেপ গ্রহণ করে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি