January 7, 2025, 12:40 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা লক্ষ্য করা গেছে।
এবছর উপজেলায় কৃষকরা মাঠে মাঠে বিভিন্ন জাতের সরিষা চাষ করেছেন। সরকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ, সার, বীজ বিনামূল্যে যথাসময়ে বিতরণ করা ও উপজেলা কৃষি অফিসারদের তৎপরতায় এলাকার কৃষকদের পক্ষে আগাম জাতের সরিষা বপন করা সম্ভব হয়েছে। বিশেষ করে বারী- ১৪,১৭ ও বীনা ৪, ১১ জাতের সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দেশী সরিষাও বেশ ভালো হয়েছে। চলতি রবি মৌসুমে তেমন কোন প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং সরিষা চাষের পরিবেশ অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করা যায়। গ্রামীণ জনপদের কৃষকরা এই সরিষা যথা সময়ে ঘরে তুলতে পারে। পাশাপাশি বিক্রয় মূল্য ভালো পেলে কৃষকেরা ইরি-বোরো ধান চাষে আগ্রহী হয়ে উঠবেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন।
কৃষি অফিস সুত্র জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরকারি লক্ষ্যমাত্রা -২৭০০ হেক্টর অতিক্রম করে ২৭৯৭ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে।
এনিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সাথে কথা হলে তিনি জানান, সরিষা একটি লাভজনক ফসল।এটি চাষ করলে অন্য ফসল চাষে কোন প্রভাব পড়েনা। দিনদিন সরিষা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে।
এব্যাপারে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খোরশেদ আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এবছর গাইবান্ধায় ১৭ হাজার ৫৭৪ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ৩ হাজার হেক্টর বেশি হয়েছে। আশা করছি কৃষকেরা সন্তোষজনক ফল পাবে। সুন্দরগঞ্জেও এর ব্যত্যয় ঘটেনি।