February 15, 2025, 6:08 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সংসদীয় আসনের গোদাগাড়ী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী আয়েশা আক্তার জাহান ডালিয়া প্রতিক (বেলুন) প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন।
জানা গেছে, এদিন ২৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী আয়েশা আক্তার জাহান ডালিয়া,
বেলুন প্রতিকে ভোট দেবার আহবান জানিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন,
তিনি রাজশাহী-১ আসনে বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষের ভাগ্যর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, গত ১২ বছর থেকে ফাউন্ডেশনের মাধ্যমে অবহেলিত এই অঞ্চলে কাজ করেছেন। এই অঞ্চলের সাধারণ মানুষ তার শক্তি।তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে পিছিয়ে গেছেন, তার মাঠ তৈরি করা আছে গত চার বছর থেকে। এলাকার মানুষদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। যাদের জন্য কাজ করেছেন, যাদের ভালোবেসেছি মায়া- মমতা দেখিয়েছি, যারা আমাকে ভালোবেসেছেন তারা আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসবেন। তিনি গতানুগতিক ধারার রাজনীতি করি না। জনগণের কাছে যেতে তাদের অন্তরে প্রবেশ করতে পছন্দ করি। একদম সাধারণ জনগণ বলতে গেলে পা ফাঁটা হতদরিদ্র মানুষগুলো আমার শক্তি। তাদেরকে আমি ভালোবাসি, তারা সিদ্ধান্ত নেবে তাদের আগামী পাঁচবছরে তাদের মাথার উপর ছায়া হয়ে কে থাকবে। ভোটারা আমাকে ব্যাপকভাবে সারা দিচ্ছে। তিনি আরো বলেন,নির্বাচনের পরিবেশ খুই ভালো বলে আছে এবং আগামীতেও থাকবে প্রত্যাশা করছি।