April 19, 2025, 8:12 am
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দ্বিতীয়দিনে মান্নার গাও ইউনিয়নের আমবাড়ী বাজারে নৌকার সমর্থনে আনন্দ মিছিল করেছে আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকালে দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী বাজারে নৌকার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি
মান্নার গাও ইউনিয়ন পরিষদের সামন থেকে দোয়ারাবাজার সুনামগঞ্জ সড়কের আমবাড়ী পয়েন্টে এসে মিছিলটি শেষ হয়। মিছিল পরবর্তী সড়কে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মান্নার গাও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইজ্জত আলী, আওয়ামীলীগ নেতা বরুণ চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন তালুকদার,
কৃষক লীগের সভাপতি মো. তাহের উদ্দিন, ছাত্রলীগ নেতা মো.নুর হোসেন, আওয়ামীলীগ নেতা সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা কৃপা সিন্ধু রায় ভানু, মান্নার গাও ইউনিয়ন আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার মিয়া, ইউপি সদস্য দিপক দাস,
এ সময় বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।