October 12, 2024, 3:58 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে কয়েকদিনের টানা বর্ষণে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে মাটির ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।জানা গেছে, ১৩ অক্টোবর শুক্রবার উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) সরকারপাড়া, তানোর পৌরসভার বুরুজ ও তালন্দ মহল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া এসব ত্রাণ সামগ্রী স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, জিল্লুর রহমান, তানোর পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর রোকনুজ্জামান জনিপ্রমুখ।#