October 9, 2024, 4:43 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ সারা দেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিবরাম আলহাজ্ব মোঃ হোসেন স্মৃতি স্কুল এণ্ড কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস উদযাপন করা হয়েছে।
রবিবার সকালে ঐতিহ্যবাহী শিবরাম আলহাজ্ব মোঃ হোসেন স্মৃতি স্কুল এণ্ড কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ-উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ গোলাম আজম খাঁ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোছাঃ ফরিদা পারভীন, সিনিয়র প্রভাষক তাজুল ইসলাম, প্রভাষক আবু তাহের প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ। এর আগে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের একাদ্বশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এখন থেকে নিয়মিত কলেজে পাঠদান কর্মসূচি চলবে।