October 13, 2024, 4:05 pm
নিজস্ব প্রতিবেদকঃ :
ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিদ্যাগঞ্জ রাণী রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী। প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল।
সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি আব্দুল আউয়াল সেলিম দেশকে সমৃদ্ধির পথে নিতে হলে জাতীয় পার্টির প্রধানপৃষ্টপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি কে আবারও বিজয়ী করে রাষ্টীয় ক্ষমতায় বসাতে কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টিকে শক্তিশালী ভূমিকা পালন করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সদর উপজেলা জাতীয় পার্টির নেতা লতিফ সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব হাসান মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু, আব্বাস আলী তালুকদার,লাল মিয়া লাল্টু, মোঃ শাহজাহান,সাব্বির হোসেন বিল্লাল,মহানগর জাপা নেতা এবি ছিদ্দিক,
সদর উপজেলা জাতীয় পার্টি নেতা,তফাজ্জল হোসেন (অবঃ) দারুগা,জাতীয় তরুণ পার্টি সভাপতি কাউসার আহমেদ,জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক শরীফ খান মিল্টন পাঠান,ইউনিয়ন জাপা নেত্রী ইসমত আরা মেম্বার,সদর উপজেলা জাতীয় সমাজের আহবায়ক তুষার আহমেদ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সম্রাট প্রমুখ।