October 9, 2024, 4:23 pm
আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //
পিরোজপুরের স্বরূপকাঠিতে বাংলাদেশ মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে এ সভায় সকল শ্রেণী পেশার নারী-পুরুষের সাথে মতবিনিময় করা হয়। সংগঠনের সভানেত্রী বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠী জেলা শাখার সভাপতি লাইলি জাহান এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি জেলা শাখার সহ সভাপতি মীরা চৌধুরী, সহ সভাপতি শাহিদা খাতুন, সধারন সম্পাদক রহিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক নার্গিস জাহান । এছারাও সংগঠনের তরূণী ও সংগঠক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাংগঠনিক মাসের সমাপনী উপলক্ষে সাংগঠনিক সম্পাদক নার্গিস জাহান জেলা শাখার সাংগঠনিক মাসের কার্যক্রমের রিপোর্ট তুলে ধরেন। গত বছরের সাথে এ বছরের পালিত তুলনামুলক চিত্র দিয়ে অর্জন, চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
সহ সভাপতি মীরা চৌধুরী তার বক্তৃতায় বলেন, বর্তমানের এই করোনা মহামারির সময় নারী নির্যাতন ও ধর্ষন বেড়ে গেছে। ধর্ষনকারীর দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে হবে। নরীর অধিকার রক্ষায় আমাদের নারীদের একত্রিত হতে হবে। ঘোষনাপত্র ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন সহ সভাপতি শাহিদা খাতুন, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সংগঠনের ভুমিকা এ সম্পর্কে বলেন বর্নালী কর, এবং সমাপনী বক্তব্যে সহ সভাপতি কানন বালা সুতার বলেন যৌন হয়রানি, ধর্ষনসহ নরী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরূদ্ধে সন্মিলিত প্রতিরোধ গড়ে তোলতে হবে।
নেত্রীবৃন্দ সংগঠনকে আরো শক্তি শালী করার লক্ষে নতুন সদস্য ভর্তি করেন এবং সকলকে সংগঠনের গঠনতন্ত্র মেনে একসাথে কাজ করতে বলেন।