October 13, 2024, 7:09 am
প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বুধবার (২৭সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত এক বাণীতে
বিরোধীদলীয় নেতা এক বাণীতে বলেন,পৃথিবীর মুসলমানদের আবেগ-অনুরাগ আর উচ্ছ্বাসে একাকার হয়ে মন-প্রাণ আকুল করার দিন ঈদে মিলাদুন্নবী। ‘আইয়ামে জাহেলিয়াত’-এর অন্ধকার যুগ থেকে মানবকূলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তায়লা এ পৃথিবীতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)কে প্রেরণ করেন।
তিনি বলেন,হযরত মুহাম্মদ (সা:) ছিলেন তাওহীদের প্রচারক, রিসালাতের ধারক ও বাহক এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। ধর্মীয় ও পার্থিব জীবনে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।
নিজ যোগ্যতা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন দুঃখ-কষ্টের বিনিময়ে প্রিয় নবী যে জীবনাদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করে সমগ্র মুসলিম জাহানকে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহবান জানান বিরোধীদলীয় নেতা।