December 4, 2023, 1:14 pm
কে এম সোহেব জুয়েল :- বাবুগঞ্জে প্রবাসীর কন্যা কলেজ পড়ুয়া ছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলা দায়েরের ১০ দিনেও প্রশাসন সন্ধান মিলাতে না পারায় হতশার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে অপহৃতা কলেজ ছাত্রীর বাবা মা ও পরিবারের লোকজনদের। তাই অপহৃত প্রবাশির কন্যাকে ফেরত পেতে র্্যাব পুলিশ সাংবিক সহ মানবাধিকার কর্মিদের দারস্থ হয়েও কোন প্রতিকার না পেয়ে দিশেহারা এই ভুক্তভোগী পরিবারের লোকজন। তাই কন্যাকে দ্রুত খুজে পেতে প্রশাসনের সর্বমহলে আত্বনাথ করছেন এই অসহায় পিতা মাতা ও আত্মীয় স্বজনরা।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং বাবুগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে মামলার এজাহার সুত্রে জানা গেছে।
বাবুগঞ্জ থানার মামলা নং- ০৫, জি আর ৭৩/২০২৩ ইং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা মোতাবেক মামলা করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামের সবুজ মুন্সীর বখাটে পূত্র হাফিজুর রহমান রাফী মুন্সী ২০ প্রাই প্রবাসীর কন্যা স্কুল পড়ুয়া ছাত্রীকে স্কুুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাবে দীর্ঘদিন ধরে উক্তাক্ত করত। এতে ওই প্রবাসির কন্যা স্কুল পড়ুয়া ছাত্রী রাজি না হওয়ায় তার পিছু লাগে লম্পট বখাটে রাফী।
গত শনিবার ১৬ সেপ্টেম্বর প্রকৃতির ডাকে সারা জাগে প্রবাসির কন্যার সে মতে তিনি বসত ঘড়ের দরজা খুলে বাথরুমে রওনা হলে ওত পেতে থাকা বখাটে রাফি তার সঙ্গপাঙ্গ নিয়ে তাকে (প্রবাসির কন্যা) ইচ্ছের বিরুদ্ধে ধরে জোর পূর্বক মটর বাইকে তুলে নিয়ে যায়।
সারা দিনভর প্রবাসি ও তার আত্মীয় স্বজন কন্যাকে খোঁজা খুজি করে কোথাও কন্যার কোন সন্ধান মিলাতে না পেরে অবশেষে গতকাল রবিবার কন্যাকে উদ্ধারের প্রচেষ্টায় হাফিজুর রহমান রাফী তার সহোযোগি পিতা সবুজ মুন্সি ও মাতা লতিফা বেগমকে আসামী করে বাবুগঞ্জ থানায় এ মামলা দায়ের করেছেন প্রবাসির স্ত্রী রোজিনা বেগম।।