October 12, 2024, 2:56 am
বি এম মনির হোসেনঃ-
সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা দেওয়ার পদ্ধতি নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউসিবি ব্যাংকের ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় ৩০ আগষ্ট বুধবার দিনব্যাপী বরিশাল ক্লাবে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, বিটিভি’র কৃষি-তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মুরাদুল হাসান, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. নূরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। কর্মশালায় জেলার দশ উপজেলার ২৮৫ জন কৃষি, মৎস্য ও প্রানী সম্পদ উদ্যোক্তা অংশগ্রহন করেন।