October 9, 2024, 3:39 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর উপজেলা প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে ২৩ আগস্ট বুধবার বিকেল ৪ টায় শিকারপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিচুর রহমান , প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড : তালুকদার মো: ইউনুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযাদ্ধা হাবিবুর রহমান খান,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ফইয়াজুল হক রাজু, মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এস জামাল হোসেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সহ সভাপতি এডভোকেট সালাউদ্দিন আহমেদ শিপু , শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন । এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: মোর্শেদা পারভিন, ,উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ছরোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিঠু বেপারী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম বাদল । অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।