September 9, 2024, 5:29 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদরে মৎস কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটে প্রাতিষ্ঠানিক পুকুর ও উম্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছেন ময়মনসিংহ সদর উপজেলা মৎস অফিস।
বৃহস্পতিবার (১৭) দুপুরে সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ময়মনসিংহের আয়োজনে পোনা মাছ অবমুক্তি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম যৌথভাবে এসব মাছ অবমুক্তকরণ করা হয়।
অবমুক্ত করা মাছের মধ্যে রুই, কাতল, বড় মৃগেল মাছ, মাঝারি ও ছোট সাইজের প্রায় লক্ষাধিক মাছের পোনা রয়েছে।
এ সময় ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান মাছের নিরাপদ প্রজনন ও নিধন বন্ধে খালকে মাছের অভয়াশ্রম ঘোষণার দাবি করেন। ঘাগড়াবাসীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যা কার্যকর ভূমিকা পালন করবে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন প্রমুখ।