January 23, 2025, 12:55 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
মোরেলগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃ-ত্যু: আত্মহ-ত্যা নাকি পরিকল্পিত হ-ত্যাকাণ্ড পঞ্চগড়ে চার বিচারকের অপসারণের ২৪ ঘন্টার আল্টিমেটাম যুব নেতৃত্ব এবং পলিথিন ও প্লাস্টিক দূষণের হাত থেকে সুন্দরবনকে রক্ষায় ইয়ুথ ফর দি সুন্দরবনের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুভ উদ্বোধন আ’লীগ পাপিষ্ট এক ফ্যাসিস্ট রেজিম তাদের তৃতীয়বার গণহ-ত্যার সুযোগ দেওয়া হবে না নড়াইলে মদসহ বাঁধন বিশ্বাস গ্রেফতার বাবুগঞ্জে নিখোঁজের ৫ দিন পর রাব্বির মরদেহ মিলল ধান ক্ষেতের পাশে “কুড়িগ্রামে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ” মহেশপুরে এক বিধবা মহিলার রোপনকৃত ধান নষ্ট করে দিয়ে জোর পুর্বক জমি দখল। সহকারী শিক্ষকদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত স্কুলে পাঠদান ব্যহত মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে চোরের মৃ-ত্যু
নাজিরগঞ্জে জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

নাজিরগঞ্জে জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

এম এ আলিম রিপন ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের দেশব্যাপি ৩ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে গ্রামীণ ব্যাংক। এরই অংশ হিসেবে মঙ্গলবার পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে সদস্যদের মাঝে বিনামূল্যে বনজ-ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এর আগে এদিন সকালে গ্রামীণ ব্যাংক নাজিরগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোছাঃ তানিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার গোলাম মোহাম্মদ । প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার গোলাম মোহাম্মদ বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ট নেতৃত্ব এবং লাখো শহীদের রক্তে বিনিময় আজকের এই স্বাধীন বাংলাদেশ। আজ বঙ্গবন্ধু নেই রয়েছে তার প্রজ্ঞার স্বাক্ষর। অসাম্প্রদায়িক রাজনীতির পুরোধা পুরুষ ছিলেন বঙ্গবন্ধু । বঙ্গবন্ধুই বিশ্বের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি বিদেশের কারাগারে বন্দি থাকলেও তার নির্দেশনা বাস্তবায়নে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করেছে। এ সময় তিনি বলেন বাংলাদেশের মানুষের কাছে আস্থা অর্জন করা গ্রামীণ ব্যাংক ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী ব্যাংকটির পক্ষ থেকে ২৭ কোটি ৪৩ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে এ পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৪৭ কোটি টাকা জামানতবিহীন ঋণ বিতরণ করেছে। ব্যাংকটি চলতি বছরের জুন পর্যন্ত ৬৮ কোটি৪৩ লাখ টাকা শিক্ষাবৃত্তি, ৪০২ কোটি টাকা উচ্চ ও নার্সিং শিক্ষা ঋণ এবং ১২ কোটি ১৫ লাখ টাকা নবীন উদ্যোক্তা ঋণ দিয়েছে। ভিক্ষুকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ৮৩ হাজার ৩৬৭জন ভিক্ষুককে বিনা সুদে ১৮ কোটি ৭৭ লাখ টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি বলেও জানান তিনি। সভাপতির বক্তব্যে গ্রামীণ ব্যাংক নাজিরগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোছাঃ তানিয়া খাতুন বলেন,সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করে বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ ব্যাংক। সবুজ বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে রোল মডেল হিসেবে তুলে ধরতে চায় গ্রামীণ ব্যাংক বলেও উল্লেখ করেন তিনি।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD