August 8, 2025, 3:37 am
বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা
বাবুগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর ধান ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার মাধবপয়সা ইউনিয়নের পূর্ব রহমতপুর ৯ নং ওয়ার্ড গোডাউন এলাকার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়, এ বিষয়ে এয়ারপোর্ট থানার ডিউটিত অফিসার কে জানানো হয়েছে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
নিহত মোঃ রাব্বি আহমেদ বয়স (১৮) বছর পূর্ব রহমতপুর এলাকার বাড়ি মোঃ বাচ্চু হাওলাদারের
ছেলে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে রাব্বি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এতে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে ও স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করেও পাননি রাব্বিকে।
পরে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। বুধবার সকালে পূর্ব রহমতপুর গোডাউনের নামক এলাকা এবং বাচ্চু হাওলাদার বাড়ির একটু সামনে মরদেহ ঝোঁপের আড়ালে তার মরদেহ পান তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার পুলিশ, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।”