September 20, 2024, 12:19 am
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ফসলী জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে ১১আগস্ট শুক্রবার বিকেলে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। আদালত সুত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল মৌজার ফসলী জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল সুমন তালুকদার। তাকে নিষেধ করার পরেও সে বালু উত্তোলন বন্ধ করেনি। একারনে ফসলী জমির চারিপাশের জমির মালিক সোবাহান মোল্লা, এচলাম হাওলাদার,খবির মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ১১আগস্ট শুক্রবার বিকেলে ফসলী জমি থেকে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের আদালত ড্রেজার মালিক চেংগুটিয়া গ্রামের মোঃ আলমগীর তালুকদারের ছেলে সুমন তালুকদাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ওই স্থান থেকে বালু উত্তোলন না করার মুচলেখা দিয়েছেন ড্রেজার মালিক।এবং ড্রেজার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদাদরর জিম্মায় দেওয়া হয়।