September 27, 2023, 7:54 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ময়মনসিংহের ১নং ফাঁড়ি থেকে মাদক নির্মুলসহ দুর্গাপূজাকে ঘিরে ইনচার্জ ওয়াজেদ আলীর হুঁশিয়ারি সকল নাগরিক আইনের চোখে সমান-রাষ্ট্র কেবল ধর্ম বর্ণ,শ্রেণী ও স্থায়ী বা অস্থায়ী দেখে না বাগেরহাটের ফকিরহাটে উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান তানোরে যুবলীগের স্মরণকালের সর্ববৃহৎ শো-ডাউন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শরণখোলা উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট পাইকগাছায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর গণশুনানী অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা ও পদোন্নতির দাবি শিক্ষা ক্যাডারদের
নওগাঁয় মোটসাইকেল চুরি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার ঃ ৮ চোরাই মোটসাইকেল উদ্ধার ঃ ১৪ কেজি গাঁজাসহ পুলিশ আরও ৬ জনকে গ্রেফতার করেছে

নওগাঁয় মোটসাইকেল চুরি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার ঃ ৮ চোরাই মোটসাইকেল উদ্ধার ঃ ১৪ কেজি গাঁজাসহ পুলিশ আরও ৬ জনকে গ্রেফতার করেছে

রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। মোটরসাইকেল চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার বেলা ১১টায় ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রদান করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান সম্প্রতি জেলা বেশ কিছু মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছিল। এই তৎপরতা রোধ এবং আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সাধারন জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ তৎপরতার অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়ে আসছে।
এই অভিযান চলাকালে পুলিশ সংবাদ পায় যে জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়ন পরিষদের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রির প্রক্রিয়া চলছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন বুধবার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোঃ হাসমত আলীর নেতৃত্বে একটি টীম ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে দু’জনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজতে থাকা দু’টি মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ জেলাধীন রানীনগর উপজেলার মিরপুর গ্রামের তাইজুল ইসলামের পুত্র মোঃ জিয়াউর রহমান ও কোমারপুর গ্রামের জিয়াউর রহমানের পুত্র মোঃ নাজমুল হোসেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী বৃহষ্পতিবার রাত ১২টা পর্যন্ত ঐ টীম অভিযান চালিয়ে রাজশাহী জেলাধীন বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া গ্রামের আবেশ আলীর পুত্র আমজাদ হোসেন এবং আবুল কালাম আজাদের ছেলে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে বিক্রি করা আরও ৪টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত উক্ত কোমারপুর গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃম আবু তাহেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় উদ্ধারকৃত ৮টি মোটরসাইকেল-এর মধ্যে ৩টি এ্যাপাচি আরটিআর, ৪টি ডিসকোভার১০০সিসিন এবং ১টি প্লাটিনা ১০০ সিসি।
অপরদিকে আত্রাই থানা পুলিশের এএসআই মোঃ রাশেদ আলীর নেতৃত্বে এক অভিযান চালিয়ে আত্রাই নতুন ব্রীজের উপর থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহষ্পতিবার রাত অনুমান সাড়ে ১১টায় আত্রাই নতুন ব্রীজের উপর একটি সবুজ রঙের সিএনজি’র ৬ যাত্রীর দেহ তল্লাশী চালিয়ে এই গাঁজাগুলো উদ্ধার করা হয়। পুলিশ গাঁজা ও সিএনজিসহ ৬ হনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলাধীন কচুয়া থানার ভুঁইয়ারা গ্রামের মৃত আছমত আলীর পুত্র মোঃ জসিম মিয়া (৪১) ও শাহ আলমের পুত্র মোঃ সেলিম (২২), গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া থানার গোপালপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হাওলাদার, নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের শ্যামল জন্দ্র মহন্তের ছেলে শ্রী কাজল চন্দ্র মোহন্ত (৩২) ও মৃত রাজেন চন্দ্র দেবনাথের পুত্র পলাশ চন্দ্র দেবনাথ, পার-নওগাঁ মহল্লার মৃত রইচ মন্ডলের পুত্র বজলুর রহমান (৩৯)। তাদের প্রত্যেকের শরীরে বিশেষ কায়দায় ১৪ কেজি গাঁজা বাঁধা ছিলে। পুলিশ ধারনা করছে তারা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে এনে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে বিক্রির আয়োজন করে থাকে।
পুলিশ এসব ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের নিকট হস্তান্তর করেছে। #

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD