September 30, 2023, 12:48 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
নয় মাস পর ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার(২০-মে) বিকেলে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে ভারত যুবকের মরদেহ ফেরত দেয়। এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) ২০২২ইং তারিখে দিনগত গভির রাতে ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকার চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে নিহতের ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি যুবক মোঃ সালাম(৩৫) পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। সেই সময়ের বিভিন্ন সূত্র ও ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানা গেছে, ওই বাংলাদেশি যুবক রাজগঞ্জ ব্লকের ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকার লাগোয়া ১৯৫ ব্যাটলিয়নের চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে বুধবার রাত তিনটা নাগাদ দুটি বাড়িতে গরুর চুরি করতে একদল চোরের সাথে ঢুকে। এসময় স্থানীয়রা টের পেয়ে চিৎকার করলে গরু রেখে চোরেরা পালিয়ে যায়। এসময় সীমান্ত লাগোয়া গ্রামে চা বাগানে চোরেরা আশ্রয় নিলে রাত থেকে সকাল পর্যন্ত গ্রামবাসীদের পাহারায় সকালের সূর্যের আলোয় তাকে ধরে স্থানীয়রা। একই সময় গ্রামবাসীদের গণধোলাইয়ের মৃত্যু হয় ওই বাংলাদেশি যুবকের। এর পর দীর্ঘ নয় মাস পর মরদেহ ফেরত পের নিহতের পরিবার। নিহতের ভাই বলেন, আমার ভাই অন্যায় করলে প্রশাসনের হাতে তুলে দিয়ে বিচার করা যেত। কিন্তু তারা নির্মম ভাবে আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। নয় মাস পরে হলেও ভাইয়ের জানাজা করতে পারবো এটাই আমাদের জন্য অনেক। মরদেহ নিতে কয়েকদিন আগে স্থানীয় ইউপি সদস্য সহ ভারতে যাই। সেখানে অনেকেই লাশ ফিরে পেতে আমাদের সহযোগিতা করেছে। এ সময় ৬নং সাতমেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বলেন, লাশ ফেরত পেতে জেলা প্রশাসন অনেক সহযোগিতা করেছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।