September 26, 2023, 5:09 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে ৭ নং পলাশি ইউপির মদনপুর মৌজা হইতে মাদকদ্রব্য ১৯০বোতল ফেন্সিডিল ও একটি অটোরিক্সাসহ একজন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।
গত(১৩ই মে)২০২৩ ইং বিকেল অনুমান ০৫.০০ঘটিকায় লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান,টিএসআই হায়াত আলী(ট্রাফিক ইউনিট, আদিতমারী) এএসআই আমিনুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্সসহ ৭নং পলাশি ইউপির মদনপুর মৌজাস্থ নামুড়ি টু শিয়ালখোয়া গামী পাকা রাস্তায় জনৈক আলামিনের দোকানের ১৫ গজ উত্তরে চেকপোস্ট চলা কালিন অটোরিক্সা তল্লাশি করে অটোরিক্সার সামনের ও পিছনের সিটের ভিতর কালো রংয়ের কাপড়ের তৈরী থলি ও বস্তার ভিতর বিশেষভাবে রক্ষিত ১৯০ বোতল ফেন্সিডিল ও উপরোক্ত ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা সহএক জনকে গ্রেফতার করেন। এ সময় সুকৌশলে আরো ১ জন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী হলেন সহির আলী(৪৫), পিতা-মোঃ সাকেত আলী, গ্রামঃ চন্দ্রপুর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয় মামলা নং-১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৩(গ)/৩৮/৪১ রুজু করা হয়। আসামীকে যথাসময়ে জেল হাজতে প্রেরণ করা হবে।
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে ৭ নং পলাশি ইউপির মদনপুর মৌজাস্থ নামুড়ি টু শিয়ালখোয়া গামী পাকা রাস্তায় জনৈক আলামিনের দোকানের ১৫ গজ উত্তরে চেকপোস্ট বসিয়ে ১৯০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও অটোরিক্সাসহ একজন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।
হাসমত উল্লাহ।