December 26, 2024, 7:59 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : অতি প্রবল ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় গোপালগঞ্জে ২২৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। উদ্ধার কাজের জন্য ৩১৯৫ জন স্বেচ্ছাসেবক, ৭১ টি মেডিকেল টিম প্রস্তুত রাখার পাশাপাশি ৬টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
আজ শনিবার (১৩ মে) দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে সকল পর্যায়ের জন প্রতিনিধি, সকল দপ্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম জানান, ঘূর্ণিঝড় “মোখা” মোবাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ২২৬টি আশ্রয় কেন্দ্র। উদ্ধার কাজের জন্য ৩ হাজার ১৯৫ জন স্বেচ্ছাসেবক ও ৭১টি মেডিকেল টিমঃ প্রস্তুর রাখা হয়েছে। এ ছাড়া খোলা হয়েছে ৬টি নিয়ন্ত্রণ কক্ষঃ। জি আর ক্যাশ ৮ রক্ষ ৫ হাজাট টাকা, ৪’শ ৮০ মেট্রিক টন জি আর চাল ও ৪ হাজারটি কম্বল বরাদ্দ করা হয়ছে।
ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
গোপালগঞ্জে সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, জেলার ৭১টি ইউনিয়নে ৭১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। খাবার স্যালাইন ও ঔষধ পয্যাপ্ত রাখা হয়েছে। জেলার ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারও প্রস্তুত রাখা হয়েছে।
গোপালগঞ্জ আবাহওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, গোপালগঞ্জে ঘূর্ণিঝড় “মোখা’র” কিছুটা প্রভাব পড়বে। দমকা হাওয়ার সাথে বৃস্টিপাত হবার সম্ভবনা রয়েছে। #