September 10, 2024, 6:47 am
বেতাগী বরগুনা প্রতিনিধি।
আজ ১৬ এপ্রিল রবিবার সন্ধ্যায় বেতাগী টেকনিক্যাল কলেজ মিলনায়তনে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বেতাগী উপজেলা শাখার আয়োজন রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) বেতাগী উপজেলা শাখার সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না সভাপতিত্বে ইফতার মাহফিল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর
সভাপতি সাইদুল ইসলাম মন্টু,বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা এনসিটিএফ এর সহ-সভাপতি মো: ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া,সাংগঠনিক সম্পাদক হাসান মাহামুদ পিয়লা, সাবেক সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, পৌর এনসিটিএফ এর সহ-সভাপতি ইমা।
বক্তারা বলেন, শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন এনসিটিএফ শিশুদের অধিকার প্রতিষ্ঠায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছে তারা। তাদের কার্যক্রম শুরুর পর থেকে বেতাগীর প্রত্যেকটি জায়গায় শিশুদের অধিকার নিশ্চিত করতে চেষ্টা করছে আমরা সবাই তাদের সহযোগিতা করছি একই সাথে বেতাগী উপজেলায় একটি বাল্যবিবাহ ইফটিজিং মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ।