September 10, 2024, 7:14 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৪৮ গ্রাম হিরোইনসহ নুরুল হক রাহাত (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নুরুল হক রাহাত শহরতলীর বেদগ্রাম এলাকা নুরুল আজমের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নাজমুল আলম জানান, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেদগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে মাদক ব্যবসায়ী নুরুল হক রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তার দেহ তল্লাশী চালিয়ে প্যান্টের পকেট থেকে ৪৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। #