May 30, 2023, 9:49 pm
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে বাউফল উপজেলায় অভিযান পরিচালনা করে ১১ ব্যাবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৪১,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২/০৩/২০২৩ইং) তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকা হতে দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত বাউফল কালিশুরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় নির্ধারিত মূল্যের চেয়ে পন্য দ্রব্য অতিরিক্ত মূল্য নির্ধারণ, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষন ও বিক্রয়, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতের সহকারী পরিচালক, শাহ শোয়াইব মিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪৩ এবং ৪৫ ধারা মোতাবেক এ অর্থদন্ড প্রদান করেন।
এসব ব্যাবসায়ীরা হলেন, (১). মেসার্স সোবহান স্টোর এর মালিক মোঃ আব্দুস সোবহান (৪০) কে ৫০০০/- টাকা, (২).নুরুল ভ্যারাইটিস ষ্টোর এর মালিক মোঃ নুরুল হক (৩২),কে ৩০০০/- টাকা, (৩). সাইফুল সুইটস এন্ড রেস্টুরেন্ট এর মালিক মোঃ সাইফুল (৩২),কে ৫০০০/- টাকা, (৪).মেসার্স খান ট্রেডার্স এর মালিক মোঃ আবুল কালাম খাঁন (৫৪), কে ২০০০/- টাকা, (৫). ক্যাফে ছায়ামনি এর মালিক মোঃ বাবুল হোসেন (৪০), কে ৩০০০/- টাকা, (৬). মেসার্স আল্লাহর দান ষ্টোর এর মালিক হাজী মোঃ সাইদুর রহমান জসিম (৪৬), কে ২০০০/- টাকা, (৭). মেসার্স নুরু খাঁন সুইটস মিট এন্ড রেস্টুরেন্ট এর মালিক মোঃ রুহুল আমিন খাঁন (২৫), কে ৫০০০/- টাকা, (৮).মেসার্স আবুল সন্যামত ষ্টোর এন্ড সন্স এর মালিক মোঃ আবুল সন্যামত কে ৩৫০০/- টাকা, (৯). মেসার্স বৃষ্টি ষ্টোর এর মালিক মিলন শিকদার (৩০), কে ৩৫০০/- টাকা, (১০). মেসার্স সুকুল এন্ড ব্রাদার্স এর মালিক সুকমল সুকুল (৩০), কে ৩৫০০/- টাকা, (১১). মেসার্স ভাই ভাই ষ্টোর এর মালিক মোঃ ইদ্রিস মোল্লা (৭০), কে ৬০০০/- টাকা সহ সর্বমোট ৪১,৫০০/- টাকা জরিমানা করা হয়েছে।