September 17, 2024, 1:39 am
ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে গত ২ মার্চ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম লেবুর সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পালটা সংবাদ ব্রিফিং করলেন আওয়ামীলীগের অপর একটি গ্রুপ। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে সোমবার এ সংবাদ ব্রিফিং করেন তারা।
আওয়ামীলীগের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ ব্রিফিং-এ লিখিত বক্তব্য পাঠ করেন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ই জুন ২০২২ইং তারিখ কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ শহিদুল ইসলাম লেবুকে সভাপতি ও আব্দুর রহিম মিয়া কে সাধারণ-সম্পাদক ঘোষনা করা হয়। পরে সকলের সমন্বয়ে পুর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়। কিন্তুু ২৮ জানুয়ারি উপজেলা আওয়ামীলীগের পুর্নাঙ্গ কমিটির নাম ঘোষনা করা হয়। । তাদের অভিযোগ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ না করে পদ বাণিজ্য করে একতরফা ভাবে নবগঠিত কমিটি ঘোষনা করা হয়। যেখানে বিতর্কিত, পক্ষপাতদুষ্ট, অনুপ্রবেশকারী, হাইব্রিড ও স্বাধীনতাবিরোধীরাও রয়েছে । পুর্নাঙ্গ কমিটি ঘোষনার পর থেকেই মোতালেব ও শাহজানের নেতৃত্বে আওয়ামীলীগের একটি বড় অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। উপ্তপ্ত হয়ে উঠে ঘাটাইলের আওয়ামী রাজনীতি। পুর্নাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে চলতে থাকে বিক্ষোভ ও সড়ক অবরোধের মত ঘটনা।
সংবাদ ব্রিফিং এ উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিঞ্জু,পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক মোঃ খলিলুর রহমান তালুকদার,সাবেক ভাইস-চেয়ারম্যান আরিফ হোসেন,যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন,সাধারন সম্পাদক জুয়েল মিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী, দিগলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মুটুসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
এ ব্যপারে শহিদুল ইসলাম লেবুর কাছে জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে রিং বাজলেও তিনি রিসিভ করেননি।
মোঃ রায়হান মিয়া
ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি।