May 30, 2023, 8:55 pm
পটিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তর করতে কাজ চলছে। যা আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে। ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে হুলাইন গ্রামে নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম এ কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা। পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা যুবলীগ নেতা রিটন বড়ুয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ লালু, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মুছা, আবদুল খালেক, আবু বক্কর, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, মো. সাইফুল ইসলাম জুয়েল, আবু তৈয়ব, টিপু বিশ্বাস, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা আতিক হাসান, আশরাফুল আলম প্রমুখ।
মুহাম্মদ বদিউল আলম সকাল ১০টায় কচুয়াই ইউনিয়ন আ’লীগ নেতা সোলাইমান মজুমদারের সহধর্মিণীর কবর জেয়ারত ও ফুলের শ্রদ্ধা নিবেদন করেন, সকাল ১১টায় কচুয়াই ইউনিয়নে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, বাদে জুমা জঙ্গলখাইন ইউনিয়নে এয়াকুবদন্ডী মোগল পাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করে, দুপুর ৩টায় আশিয়া ইউনিয়নে শ্রী শ্রী রাম চন্দ্রদেব রাম ঠাকুর স্মরণে মহতী ধর্মসভা ও মহোৎসবে অংশ নেন।