June 7, 2023, 12:54 pm
এম এ আলিম রিপন ঃ ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিক যোগ্যজনে’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (২ মার্চ) পাবনার সুজানগরে পালিত হয়েছে প ম জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণকরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন। সভাটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন। আলোচনা সভায় ভোটার হওয়ার নিয়ম কানুন এবং ভোট প্রদানের উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সুজানগর উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।