September 13, 2024, 6:42 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলায় আরো এগিয়ে নিতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে তার বিশ্বস্ত আস্থাভাজন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম এর সার্বিক সহযোগীতায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রি তুলে দেন ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রমজান আলী।
ক্রিড়া সামগ্রী প্রাপ্ত স্কুল গুলোর মধ্যে রয়েছে সুতিয়াখালী শহীদ ক্যাপ্টেন সালাহউদ্দিন উচ্চ বিদ্যালয়, জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়, ভাবখালী দাখিল মাদ্রাসা, ভাবখালী উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়,নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়, হলিপাথ আইডিয়াল স্কুল।