November 4, 2024, 7:43 am
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠী শিতার্ত অসহায় দরিদ্র মানুষদের মাঝে ৩টি ইউনিয়নে মোট ১২শ ১০পিছ কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ডাসকো ফাউন্ডেশন এর বাস্তবায়নে ও হেকস/ইপার এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন।
স্বাগতম বক্তব্য রাখেন ফ্যাইনান্স এন্ড এ্যাডমিন i অফিসার মোঃ কামাল বারুদ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড সদস্য শফিকুল আলম, ১,২,৩ ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা নাজমা বেগম, ৭,৮,৯ ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা নাজিরা পারভীন, ডাসকো ফাউন্ডেশন এর প্রকল্প কর্মকর্তা আলতাফুর রহমান।
এছাড়াও রিভাইভ প্রকল্পের ফ্যাইনান্স এন্ড এডমিন অফিসার বিনয় টুডু, টেকসই প্রকল্পে’র ফ্যাইনান্স অফিসার
জাহিদুল ইসলাম, উপজেলা অফিসার প্রহল্লাদ চন্দ্র রায়, ও প্রকল্পের ফ্যাইনান্স কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজার বৃন্দ উপস্থিত ছিলেন।