November 4, 2024, 7:49 am
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন –।
রংপুর সিটি করপোরেশন এলাকার ৩০ নং ওয়ার্ড এর সাতমাথা প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতি রংপুরের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ সরকার এর উদ্যোগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় আজ ২ ফেব্রুয়ারি খাসবাগ মিল্ক ভিটা চত্বরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ।
অত্যন্ত আনন্দমুখর পরিবেশে দুই শতাধিক রোগী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করেন।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন,প্রোগ্রাম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সহকারি ব্যবস্থাপক নূরুন্নবী, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন,শরিফুল ইসলাম,জাহিদ হাসান সাকিব,সাব্বির হোসেন,ফারহানা আক্তার, গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি আব্দুল লতিফ সরকার,সমাজকল্যাণ ও সাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, প্রচার সম্পাদক আব্দুল আজিজ সরকার , ও সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সরকার,সাংগঠনিক সম্পাদক সিকেন্দার আলী প্রমুখ।